• 'আর একতরফা হবে না, সেটা সরস্বতী পুজোয় প্রমাণ হয়ে গেছে, রামনবমীতে প্রমাণ হবে'
    হিন্দুস্তান টাইমস | ১৭ মার্চ ২০২৫
  • পশ্চিমবঙ্গে হিন্দুরা আর পড়ে পড়ে মার খাবে না। দলীয় বৈঠকে যোগদান করতে দিল্লি উড়ে যাওয়ার আগে দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এমনই দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করতে দিল্লি গিয়েছেন শুভেন্দুবাবু। তবে দলের রাজ্য সভাপতি নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর এই দিল্লি সফরের বিশেষ তাৎপর্য খুঁজছে রাজনৈতিক মহল।


    পড়তে থাকুন - 'আর একতরফা হবে না, সেটা সরস্বতী পুজোয় প্রমাণ হয়ে গেছে, রামনবমীতে প্রমাণ হবে'


    এদিন শুভেন্দুবাবু বলেন, ‘এখন আর কিছু একতরফা হবে না। সেটা সরস্বতী পুজোয় প্রমাণ হয়ে গেছে। রামনবমীতে প্রমাণ হয়ে যাবে। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ওসব দিন চলে গেছে। পশ্চিমবঙ্গের হিন্দুদের আর পড়ে পড়ে মার খাওয়ার দিন নেই। ইট যে ছুড়বে, তাকে পাটকেল খেতে হবে। রসগোল্লা দিয়ে কেউ আপ্যায়ন করবে না।’

    রাজ্য বিজেপির নতুন সভাপতি ঘোষণা নিয়ে যখন জল্পনা চরমে, তখন শুভেন্দুবাবুর দিল্লি সফর ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। এদিন দিল্লিতে সুকান্ত মজুমদারের বাসভবনে সাংসদদের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দুবাবু। সুকান্তবাবুর আমন্ত্রণেই তিনি দিল্লি যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। তবে কি পরবর্তী রাজ্য সভাপতি নিয়ে সাংসদদের মত জানতেই একসঙ্গে তাঁদের সঙ্গে বৈঠক করতে চলেছেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী? সূত্রের খবর, সফরে অমিত শাহের সঙ্গেও দেখা হতে পারে শুভেন্দু অধিকারীর। তবে সোমবার রাতেই কলকাতায় ফেরার কথা তাঁর।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)