• পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ নারায়ণগড়ের নির্যাতিতা
    হিন্দুস্তান টাইমস | ১৭ মার্চ ২০২৫
  • পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নারায়ণগড়ে তৃণমূল পার্টি অফিসে ধর্ষণের অভিযোগকারিনী। সোমবার কলকাতা হাইকোর্টে সুবিচারের দাবিতে মামলা দায়েরের অনুমতি চান তিনি। তাঁর আবেদনের ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 


    পড়তে থাকুন - 'আর একতরফা হবে না, সেটা সরস্বতী পুজোয় প্রমাণ হয়ে গেছে, রামনবমীতে প্রমাণ হবে'


    আদালত সূত্রে খবর, মামলাকারী জানিয়েছেন, ধর্ষণের অভিযোগ করে FIR দায়ের করলেও পুলিশ ধর্ষণের ধারা যোগ করেনি। এমনকী অভিযুক্তকে গ্রেফতারও করেনি। বহাল তবিয়তে এলাকায় ঘুরে বেড়াচ্ছে সে। উলটে তাঁকে উদ্ধার করেছিলেন যে যুবক তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এই আবেদনের ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মঙ্গলবার মামলাটির শুনানি হতে পারে। 

    গত ৯ মার্চ নারায়ণগড়ের তেঁতুলমুড়ি এলাকায় ‘বিজেপি করি না’ বলে মুচলেকা দিতে হবে বলে বিজেপির এক প্রাক্তন মহিলা কর্মীকে ডেকে পাঠান তৃণমূলের অঞ্চল সভাপতি লক্ষ্মী শীট। তখন সেখানে ছিলেন তৃণমূল নেতা শক্তি ভুঁইয়া। অভিযোগ ওঠে, তৃণমূল পার্টি অফিসের ভিতের মহিলাকে ধর্ষণ করেন ২ জন। তখন সেখানে পৌঁছে যান স্থানীয় তৃণমূলকর্মী মানস ভুঁইয়া। তিনি মহিলাকে উদ্ধার করেন ও গোটা ঘটনার ভিডিয়ো রেকর্ড করেন। এর পর উদ্ধারকারী যুবক মানস ভুঁইয়াকেই লক্ষ্মী শীটের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশ। উলটো দিকে অভিযুক্ত তৃণমূল নেতার সমর্থনে মিছিল করতে দেখা যায় স্থানীয় বিধায়ককে। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)