• অক্সফোর্ডে নয়, বিয়ার কোম্পানির মালিকের আমন্ত্রণে লন্ডন যাচ্ছেন মমতা, দাবি CPIMএর
    হিন্দুস্তান টাইমস | ১৭ মার্চ ২০২৫
  • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভাষণ দেবেন বলে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস যে প্রচার চালাচ্ছে তা ভুয়ো বলে দাবি করা হল সিপিআইএমের মুখপাত্র গণশক্তিতে। সোমবার সকালে সংবাদপত্রের প্রথম পাতায় এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রী যে আগামী ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন তার কোনও তথ্যই নেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এলিজাবেথ ব্রটরাইটের কাছে। বরং সংবাদপত্রে দাবি করা হয়েছে এক গুজরাতি শিল্পপতির আমন্ত্রণে লন্ডনে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    প্রতিবেদনে জানানো হয়েছে, আইন গবেষক বিশ্বনাথ গোস্বামী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ই-মেইল করে জানতে চেয়েছিলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সমস্ত অনুষ্ঠানের সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আগাম পাওয়া যায়। সেই তালিকায় আগামী ২৭ মার্চ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানের কোনও উল্লেখ নেই কেন। জবাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এলিজাবেথ ব্রটরাইট জানিয়েছেন, এরকম কোনও অনুষ্ঠানের কথা তাঁর জানা নেই। ইতিমধ্যে সেই ই-মেইল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

    গণশক্তিতে দাবি করা হয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নয়, লন্ডনের কেলগ কলেজ ও ব্রিটেন প্রবাসী গুজরাতি শিল্পপতি করণ বিলিমোরিয়ার আমন্ত্রণে লন্ডন যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোবরা বিয়ারের মালিক এই করণ বিলিমোরিয়া। অথচ মুখ্যমন্ত্রী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘সমাজ উন্নয়ন: নারী ও শিশুর ক্ষমতায়ন’ নিয়ে বক্তব্য রাখবেন বলে প্রচার করছে তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকার। এখনও পর্যন্ত সূচি অনুসারে ২১ মার্চ কলকাতা থেকে দুবাই হয়ে লন্ডন যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দুবাইয়ে তাঁর কী কর্মসূচি রয়েছে তা এখনও জানা যায়নি।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)