বুদ্ধদেব বসুর মৃত্যুদিনে নতুন রূপে ‘প্রথম পার্থ’! মহাভারতের প্রেক্ষাপটে তৈরি নাটকে কারা অভিনয় করছেন?
আনন্দবাজার | ১৭ মার্চ ২০২৫
বাংলা সাহিত্যের এক গুরুত্বপূর্ণ নাম বুদ্ধদেব বসু। তাঁর লেখা কাব্যনাটক ‘প্রথম পার্থ’ নিয়ে আলোচনা হয়েছে বহু বার। এ বার সেই নাটক প্রকাশ পাচ্ছে অডিয়ো আকারে। ইউটিউব ও অন্য অডিয়ো মঞ্চে দেবাশিস রায়চৌধুরীর পরিচালনায় মুক্তি পাচ্ছে এই শ্রুতিনাটক।
নাটকের সঙ্গীতায়োজনও করেছেন দেবাশিস। ১৮ মার্চ বুদ্ধদেব বসুর মৃত্যুদিন। এই দিনেই মুক্তি পাচ্ছে ‘প্রথম পার্থ’। আনন্দবাজার ডট কমকে দেবাশিস জানান, কেন এই নাটকটিকেই বেছে নেওয়া হয়েছে। তিনি বলেছেন, “গ্রিক নাটকের মতো করে এই নাটকটি লেখা। এখানে কোরাসের অংশ রয়েছে। দুই বৃদ্ধের কথা দিয়ে নাটকের সূচনা। তার পরেই কুন্তি ও কর্ণের কথোপকথন রয়েছে। কুন্তি এই কথোপকথন চলাকালীনই কর্ণকে বলেন, তিনি আসলে তাঁরই পুত্র।”
বুদ্ধদেব বসুর এই নাটকে কর্ণের সঙ্গে দ্রৌপদীর বিশেষ একটি কথোপকথন রয়েছে বলে জানান দেবাশিস। তাঁর কথায়, “কর্ণ কৌরবদের হয়ে যুদ্ধ না করে পাণ্ডবদের পক্ষ নিন, অনুরোধ জানিয়েছিলেন কুন্তি। সেই অনুরোধ রাখেননি কর্ণ। এই সময়ে আবির্ভাব দ্রৌপদীর। তিনি বলেন, পাণ্ডবদের বন্ধুদের নিজের বন্ধু বলেই তিনি মানেন। এর পরে কর্ণকে প্রলুব্ধ করার চেষ্টা করেন দ্রৌপদী। কিন্তু সেই প্রলোভনও প্রত্যাখ্যান করেন কর্ণ।” দেবাশিসের মতে “বুদ্ধদেব বসু এখানে অস্তিত্ববাদী দর্শনের কথা বলেছেন। মহাভারত নিয়ে এটা খুবই শক্তিশালী একটি নাটক। তাই এটিকে আমরা বেছে নিয়েছি।”
এই নাটকে দেবাশিস ছাড়াও অভিনয় করেছেন প্রসূন, অদিতি গুপ্ত, রোহিনী রায়চৌধুরী, সুরজিৎ গুহঠাকুরতা, গৌতম চৌধুরী।