• হিন্দুত্ববাদের ব্যানারের প্রতিবাদে সর্বধর্ম মিছিল চুঁচুড়ায়
    আজকাল | ১৮ মার্চ ২০২৫
  • মিল্টন সেন, হুগলি:‌ রবিবার জেলা বিজেপির তরফে হিন্দুত্ববাদের জিগির তুলে ব্যানার দেওয়া হয়েছিল চুঁচুড়ায়। ব্যানারে লেখা ছিল ‘‌হিন্দু হিন্দু ভাই ভাই, ২৬ এ এবার বিজেপি চাই’‌। এরই প্রতিবাদে সোমবার চুঁচুড়ায় মিছিলে পা মেলালেন সর্বধর্মের মানুষ। চুঁচুড়ার বিধায়ক বললেন, হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই। এটাই আসল ভারতের ছবি। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকে। বৈচিত্রের মধ্যে ঐক্য। নানা ভাষা নানা মত। এটাই ভারত। ভারতের সংবিধানও তাই বলে। বিধায়কের অভিযোগ, বিজেপি জাত ধর্মের ভিত্তিতে ভারতকে ভাগ করতে চায়। তাই সাম্প্রদায়িকতার বীজ বপন করছে। ওদের লক্ষ্য আগামী বিধানসভা নির্বাচনে হিন্দু ভোটকে নিজেদের ঝুলিতে নেওয়া। ইতিমধ্যেই বিজেপির দেওয়াল লিখনে উগ্র হিন্দুত্ববাদী সুর স্পষ্ট হয়েছে। থেমে নেই তৃণমূল কংগ্রেস। জাত ধর্মের বিরুদ্ধে পাল্টা সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। সোমবার সকালে চুঁচুড়া ঘড়ির মোড় থেকে খড়ুয়া বাজার পদযাত্রা করে তৃণমূল কর্মী সমর্থকরা। মিছিলে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পথযাত্রায় শামিল হয়ে ছিলেন বিভিন্ন ধর্মের বহু মানুষ।‌
  • Link to this news (আজকাল)