• বাম ডান কারোর সঙ্গেই নয়, জোট নিয়ে অবস্থান স্পষ্ট করল রাজ্য কংগ্রেস...
    আজকাল | ১৮ মার্চ ২০২৫
  • মিল্টন সেন, হুগলি:‌ আপাতত বাম, ডান কারোর সঙ্গেই কথা নয়। এখন শুধু সংগঠন মজবুত করার দিকেই নজর থাকবে। দলকে শক্তিশালী করে তুলতে হবে। আগামী জানুয়ারী মাসের পর যা হওয়ার হবে। ফুরফুরা এসে আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনে জোট নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে দিলেন এরাজ্যের কংগ্রেস ইনচার্জ গোলাম আহমেদ মীর।

     এদিন ফুরফুরায় এসে মাজার সরীফে গিয়ে প্রণাম করেন মীর। সেখান থেকে বেরিয়ে পীর জাদাদের সঙ্গে সাক্ষাৎ করেন। আগামী বছর বাংলায় বিধানসভা ভোট। সেখানে তাঁর দল কংগ্রেসের অবস্থান কি হবে এই প্রসঙ্গে মীর জানিয়েছেন, এখন আর অন্য কিছু নয়। শুধুই নিজের দল নিয়ে ভাববে কংগ্রেস। আগে দলকে মজবুত করার কথা ভাববে। বাম ডান উপর নীচ কারোর কোনও কথাই ভাববে না। এখনও সময় আছে। মানুষ যখন নির্বাচন নিয়ে আলোচনা শুরু করবে। জানুয়ারি মাস আসবে। তারপর দেখা যাবে। এখন থেকে জানুয়ারি মাস পর্যন্ত দলের সমস্ত স্তরের কর্মীরা সাধারণ মানুষের কাছে যাবে। সাধারণ মানুষের ভিউ জানবে। যেখানে দল ভাল অবস্থায় আছে, সেই জায়গাকে আরও ভাল করার চেষ্টা করা হবে। আর যেখানে দল দুর্বল, সেখানে সেই দুর্বলতা দূর করার চেষ্টা হবে। ঈদের পর থেকে শুরু হবে সেই কাজ।
  • Link to this news (আজকাল)