• ‘বাংলার মাটি সম্প্রীতির মাটি’, এক দশক পর ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রী...
    আজকাল | ১৮ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সরাসরি নয়, কিন্তু ঠারেঠোরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝিয়ে দিলেন, ফুরফুরা শরিফে তাঁর এই সফর ঘিরে কোনওরকম রাজনৈতিক উদ্দেশ্য খুঁজতে যাওয়া অনুচিত। সোমবার প্রায় এক দশক পর ফুরফুরা শরিফে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি যেমন দোলে শুভেচ্ছা জানাই তেমনই রমজানেও শুভেচ্ছা জানাই’। বস্তুত, সোমবারে মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে নানারকম মন্তব্য করা হয়েছিল। অনেকের মত ছিল, ভোটের আগে মূলত রাজনৈতিক ফায়দা তুলতে সেখানে যাচ্ছেন মমতা। অর্থাৎ সামনের বছর বিধানসভা নির্বাচনের আগে ভোটব্যাঙ্ক বাড়াতে যাচ্ছেন তৃণমূল নেত্রী।মঞ্চ থেকে নাম না করে পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী। একপ্রকার প্রশ্ন ছুড়ে দিলেন যেন। বললেন, দুর্গাপুজো বা কালীপুজোয় গেলে তো প্রশ্ন ওঠে না, প্রশ্ন ওঠে না কাশী বিশ্বনাথ, পুস্করে গেলে কেউ প্রশ্ন করেন না। 

    মুখ্যমন্ত্রী সাফ বোঝালেন রাজ্যে সম্প্রীতি বজায় রাখতে তিনি যে কোনও আপস করতে রাজি নন। বলেন, ‘বাংলার মাটি সম্প্রীতির মাটি’। সকলের মঙ্গল কামনায় মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘সকলের হয়ে দোয়া করছি। সম্প্রীতি, শান্তি, ঐক্য বজায় থাকুক। সবাই ভাল থাকুক’। দোলের পর এদিন ফুরফুরা শরিফে গিয়ে পীরজাদাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মমতার।

    উল্লেখ্য, মমতা ফুরফুরা শরিফে যাওয়ার আগেই বাসিন্দারা জানিয়েছিলেন, এই সময়কালে সেখানে উন্নয়ন হয়েছে অঢেল। তবে আরও কিছু আবদার রয়েছে,  জানিয়েছেন ফুরফুরার বাসিন্দা মহ: বাদশা। তিনি বলেছেন, ‘এখন আগের ফুরফুরা আর নেই। আপাদমস্তক বদলে গিয়েছে। ব্যাপক উন্নয়ন হয়েছে ফুরফুরা শরীফে। যাঁরা বলছেন কোনও কাজ হয়নি, তারা ঠিক বলছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রীর সক্রিয় উদ্যোগে ঢেলে সাজানো হয়েছে সমগ্র ফুরফুরা।
  • Link to this news (আজকাল)