• 'একলাখ না পারলে পঞ্চাশ হাজার দিন', একমাসের শিশুকে বিক্রি করতে দরজায় দরজায় ঘুরল দম্পতি, পরিণতি যা হল ...
    আজকাল | ১৮ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: একমাস বয়সী কোলের ছেলেকে নগদ টাকার বিনিময়ে বিক্রির চেষ্টার অভিযোগে  সাধারণ মানুষের কাছে ধরা পড়ল এক দম্পতি। জানা গিয়েছে, সোমবার সকালে মালবাজার শহর লাগোয়া রাজা চা বাগানের পাকা লাইন শ্রমিক মহল্লায় এক মাস বয়সী শিশুকে কোলে নিয়ে বিভিন্ন বাড়ির দরজায়-দরজায় ঘুরছিল এক দম্পতি। তারা সেই শিশুটিকে বিক্রি করতে চেয়ে কখনো দুই লক্ষ টাকা আবার কখনো ৫০ হাজার টাকা পেলেই শিশুটিকে বিক্রি করে দেবে বলে জানাচ্ছিল বলে অভিযোগ। দম্পতির এহেন আচরণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। 

    স্থানীয়রা এই দম্পতিকে ঘিরে ধরলে তারা সেখান থেকে পালিয়ে মালবাজার পুরনো রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে চলে আসে। এদের পিছু নিয়ে শ্রমিক মহল্লার লোকজনও রেলওয়ে স্টেশন এলাকায় চলে আসেন। সাধারণ মানুষ তাদের চেপে ধরতেই এরা বিভিন্ন রকম কথা বলতে থাকে। শেষপর্যন্ত বাসিন্দারা এই দম্পতিকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দম্পতিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এই দম্পতিই আসলেও ওই শিশুর মাতা-পিতা কি না বা কি উদ্দেশ্যে তারা ওই শিশুকে বিক্রি করতে চেয়েছিলেন বা আদৌ অভিযোগ সত্যি কি না তা খতিয়ে দেখছে মাল থানার পুলিশ।

    জানা গিয়েছে,  মালবাজারে শিশু বিক্রি করতে আসা দম্পতির নাম রাজেশ মিশ্রা এবং অনিতা ওরাওঁ। তারা দুজনেই বানারহাট ব্লকের বাসিন্দা। রাজেশের বাড়ি বানারহাটের কারবেলা বাগানে। অনিতার বাড়ি বানাহাটের দেবপাড়া চা বাগানে। যদিও অনিতা ওরাওঁয়ের আধার কার্ডে তার স্বামীর নাম ভিন্ন রয়েছে। মালবাজার শহর লাগোয়া পাকা লাইন এলাকার বাসিন্দারা জানান,  সোমবার সকালে এক দম্পতি টোটো করে এসে এক মাসের একটি বাচ্চা বিক্রির চেষ্টা করেছিল। তারা সেই বাচ্চার দাম ৫০ হাজার টাকা সকলকে জানাচ্ছিল। সাধারণ মানুষ তাদের ঘিরে ধরতেই তারা পালিয়ে স্টেশানে চলে যায়। ডাক্তার দেখাতে তারা মালবাজার শহরে এসেছিলেন বলেও এই দম্পতি জানাচ্ছিল৷ 

    স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে মালবাজার থানার পুলিশ পৌঁছে তাদের আটক করে।
  • Link to this news (আজকাল)