• পুজোয় মাইক বাজানো নিয়ে বিবাদ, সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির
    আজকাল | ১৮ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: গ্রামে পুজোর দখল নিয়ে বিবাদের জেরে প্রাণ গেল এক ব্যক্তির। জানা গিয়েছে, আহত হয়েছেন আটজন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের চিন্তামণিপুর গ্রামে। ইতিমধ্যেই, এলাকায় কড়া প্রহরায় পুলিশ। গ্রামবাসীরা জানিয়েছেন, প্রথমে তারস্বরে মাইক বাজানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বচসা বাধে। সকালে মন্দিরে তালা দেওয়াকে কেন্দ্র করেও তীব্র সংঘর্ষ হয় দুই পক্ষের। তীব্র সংঘর্ষের কারণে মৃত্যু হয়েছে এক ব্যক্তির শীতল খাঁ (৬০)। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য পাঠানো হয়।

    তবে প্রাথমিক চিকিৎসার পর প্রত্যেককেই ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর গোটা এলাকায় এখনও থমথমে পরিবেশ। মোতায়েন করা রয়েছে বিশাল পুলিশ বাহিনী। আক্রান্তদের অভিযোগ, প্রায় বছর দুয়েক আগে গ্রামের ষোলো আনা বারোয়ারি থেকে নানা কারণে বাদ দেওয়া হয় বেশ কিছু পরিবারকে। জানা গিয়েছে, রবিবার দোলকালী পুজোর বিসর্জন ছিল ওই এলাকায়। পুজোর বিসর্জনে মাইক বাজানোকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়ে পড়ে উভয়পক্ষ।

    সোমবার সকালে বারোয়ারি থেকে যে সব পরিবারকে বাদ দেওয়া হয়েছিল তারা কয়েকজন একত্রিত হয়ে মন্দিরে তালা লাগিয়ে দেয়। সেই তালা খুলতে গেলে আরও উত্তপ্ত হয় পরিস্থিতি। বচসা থেকেই শুরু হয় ইট বৃষ্টি। সেই আঘাতেই মৃত্যু হয় এক ব্যক্তির। যদিও খণ্ডঘোষ তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম জানান, ‘ঘটনাটি সম্পূর্ণ গ্রাম্য বিবাদ। সবার সামাজিক জীবন আছে। মাইক বাজানোকে কেন্দ্র করে সমস্যা শুরু হয়। এর আগেও এই গ্রামে সমস্যা হয়েছে। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই। পুলিশ তদন্ত করছে। দোষী প্রমাণিত হলে কাউকে রেয়াত করা হবে না’।
  • Link to this news (আজকাল)