• স্বামীর পরকীয়ার প্রতিবাদ করে মর্মান্তিক পরিণতি! শ্বশুরবাড়িতে মিলল গৃহবধূর...
    ২৪ ঘন্টা | ১৮ মার্চ ২০২৫
  • পার্থ চৌধুরী: স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় খুন? শ্বশুরবাড়ি থেকে উদ্ধার গৃহবধূর অগ্নিদগ্ধ দেহ! গ্রেফতার মৃতার স্বামী ও শ্বশুর। অভিযুক্ত শাশুড়িও। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারিতে।

    স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম  তন্দ্রা বন্দ্যোপাধ্যায়। বাপের বাড়ি হুগলিতে। বছর ছয়েক আগে মেমারির  আমাদপুরে বাসিন্দা দীপঙ্করের সঙ্গে বিয়ে হয়েছিল তন্দ্রার। আজ,  রবিবার শ্বশুরবাড়ি থেকে তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় থানায়। এরপর পুলিস যখন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, তখন ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা।

    কীভাবে মৃত্যু? বাপের বাড়ি লোকেদের দাবি, গত কয়েক মাস ধরেই পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন দীপঙ্কর। বিষয়টি জানাজানি হতেই পরিবারে অশান্তি শুরু হয়। স্বামীর পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করে শ্বশুরবাড়িতে রীতিমতো মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছিল তন্দ্রাকে। এমনকী, পণের জন্য নাকি চাপ দেওয়া হত! ওই গৃহবধূকে খুন করা হয়েছে বলে অভিযোগ। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। সেই অভিযোগের প্রেক্ষিতেই স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করে পুলিস।

  • Link to this news (২৪ ঘন্টা)