জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাসপেনশন কি তাহলে উঠে গেল? অভিষেকে বন্দ্যোপাধ্যায়কে ভার্চুয়াল বৈঠকে শান্তনু সেন! জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।
ঘটনাটি ঠিক কী? জনপ্রতিনিধি থেকে দলের সাংগঠনের বিভিন্ন স্তরের নেতা-নেত্রী। ছাব্বিশে বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কবে? শনিবার। সূত্রের খবর, সেই বৈঠক ছিলেন রাজ্যসভার প্রাক্তন শান্তনু সেনও।
এদিকে মাস দুয়েক আগেই শান্তনুকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ৬ বছরের জন্য় সাসপেন্ড করেছে তৃণমূল। এর আগে, দলের একাধিক পদ থেকে অপসারিত হন তিনি। সাসপেনশনের পর শান্তনু বলেছিলেন, 'আমার এখনও পর্যন্ত বুঝতে অসুবিধা হচ্ছে, আমি দলবিরোধী কাজ করলাম কী! আমার মাননীয় নেতৃত্ব যদি আমাকে একটু বলে দিতেন, আমার অন্তত ভালো লাগত'। তাঁর কথায়, 'বারবার দলে পাল্টে, নির্বাচনের আগে অন্য দলে গিয়ে আবার ফিরে এসে, পাঁচিলের উপরে পা তুলে.. এখনও এই ধরনের কাজ তো করিনি। দলের কঠিন সময়ে, যখন সংবাদমাধ্যমে অনেকে যেতে চাইত না, দলের জার্সি পরে প্লেয়ার হিসেবে দলকে গার্ড করার জন্য কাজ করেছি। আমাকে যদি দেখিয়ে দেওয়া হত, বা প্রমাণ করে দেওয়া হত যে, আমি দলবিরোধী কাজ করেছি। আমি তাহলে ক্ষমাও চেয়ে নিতাম'।