• সাঁইবাড়ি হত্যা নিয়ে সোশাল মিডিয়ায় পৈশাচিক উল্লাস বাম সমর্থকের! ‘এরাই সিপিএম, চিনে রাখুন’, পোস্ট কুণালের
    প্রতিদিন | ১৮ মার্চ ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সাঁইবাড়ির ঘটনায় লাল সেলাম! আরও হাজার হাজার সাঁইবাড়ি হোক!’ সাঁইবাড়ির ‘রক্তমাখা’ ইতিহাসকে সোশাল মিডিয়ায় গরিমান্বিত করছে সিপিএমের জনৈক সমর্থক। অথচ তারাই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব হচ্ছে। অভয়ার বিচার চাইছে। বাম সমর্থকদের এই দ্বিচারিতাকে নিশানা করেছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর কথায়, ‘এরাই সিপিএম। চিনে রাখুন।’

    সোমবার সাঁইবাড়ির ৫৫ বছর। স্বাভাবিকভাবেই সোশাল মিডিয়ায় গুচ্ছ গুচ্ছ পোস্ট করা হয়েছে। কেউ তার স্বপক্ষে কেউ তার বিপক্ষে। এমনই জনৈক সিপিএম সমর্থকের এক্স হ্যান্ডেলের পোস্ট তুলে ধরেছেন কুণাল। তাঁর শেয়ার করা পোস্টে সাঁইবাড়ির ‘মাস্টার মাইন্ড’ বিনয় কোঙারের ছবি। সঙ্গে লেখা হয়েছে, ‘সাঁইবাড়ির ঘটনায় লাল সেলাম! কমরেড ৫৫ বছর আগে তুমি যা করেছিলে বেশ করেছিলে!! আরো হাজার হাজার সাঁইবাড়ি হোক!!’ এই পোস্ট শেয়ার করে কুণাল লেখেন, ‘এই হল সিপিএম। চিনে রাখুন। হত্যাকান্ডে অভিযুক্ত বিনয় কোনারের ছবি দিয়ে পোস্ট: আরও সাঁইবাড়ি হোক।’ রাজনৈতিক কারবারিদের অভিযোগ, ক্ষমতায় ফিরতে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়ছে বলে সোশাল মিডিয়ায় ‘গেল গেল’ রব তুলেছে বামেরা। আবার ‘মাকে সন্তানের রক্তমাখা ভাত খাওয়ানো’ সেই বামেরাই আজ অভয়ার সুবিচার চাইছে। তারাই আবার ‘আরও সাঁইবাড়ি হোক’ বলে সোশাল মিডিয়ায় পোস্ট করছে। এই পোস্টই বামেদের দ্বিচারিতা প্রমাণ করে দিয়েছে বলে মত রাজনৈতিক মহলের।
  • Link to this news (প্রতিদিন)