• ‘আরও সাঁইবাড়ি…!’ কমরেডের পোস্ট দেখালেন কুণাল, ‘সিপিএমকে চিনে রাখুন’
    হিন্দুস্তান টাইমস | ১৮ মার্চ ২০২৫
  • 'এই হল সিপিএম। চিনে রাখুন। হত্যাকাণ্ডে অভিযুক্ত বিনয় কোনারের ছবি দিয়ে পোস্ট, আরও সাঁইবাড়ি হোক।' এরপর কুণাল ঘোষ একটি প্রোফাইল থেকে পোস্টের স্ক্রিনশট দিয়েছেন। সেখানে লেখা রয়েছে, সাইঁবাড়ির ঘটনায় লাল সেলাম। কমরেড ৫৫ বছর আগে তুমি যা করেছিলে বেশ করেছিলে। আরও হাজার হাজার সাঁইবাড়ি হোক। একেবারে বিস্ফোরক পোস্ট করেছেন এক ব্যক্তি। সেই পোস্ট যিনি করেছেন বলে দাবি করেছেন কুণাল তাঁর প্রোফাইলে গেলে দেখা যাচ্ছে সোশ্যাল অ্যান্ড পলিটিকাল অ্যাক্টিভিস্ট বলে উল্লেখ করা রয়েছে।

    তবে বাম জমানায় ভয়াবহ হত্য়াকাণ্ড এই সাঁইবাড়ি। একেবারে হাড়হিম ঘটনা। কার্যত বাংলার কলঙ্কময় ঘটনার অন্যতম এই সাঁইবাড়ির হত্যাকাণ্ড। সেই সাঁইবাড়ির হত্যাকাণ্ড নিয়ে যে পোস্ট করা হয়েছিল সেটাই তুলে ধরে তীব্র খোঁচা দিলেন কুণাল ঘোষ।

    তবে কুণাল ঘোষের এই পোস্টের জবাব দিয়েছেন অনেকে। একজন নেট নাগরিক লিখেছেন, চালুনি ছুঁচের বিচার করছে। ছুঁচের ফুটো দেখার পাশাপাশি চালুনি নিজের ফুটোর দিকে চেয়ে দেখুক। …

    উইকিপিডিয়ার তথ্য় বলছে, ১৯৭০ সালের ১৭ মার্চ হয়েছিল এই সাঁইবাড়ি হত্যাকাণ্ড। বর্ধমানে সাঁই পরিবারে হয়েছিল এই হত্যালীলা। নিজের বাড়িতে খুন করা হয়েছিল পরিবারের তিন সদস্যকে।

    ভারতের রাজনৈতিক ইতিহাসে কলঙ্কতম অধ্য়ায় হল এটি এমনটাই মনে করেন অনেকে।

    কংগ্রেসের সমর্থক ছিল এই পরিবার। নব কুমার সাঁই বাড়ির বড় ছেলে। তার চোখ উপড়ে ফেলা হয়েছিল। অপর দুই পুত্র মলয় ও প্রণব। তাদেরকেও হত্যা করা হয়েছিল। গোটা ঘটনায় সিপিএমের হাত ছিল বলে অভিযোগ তোলা হয়েছিল। তবে তৎকালীন সময় সিপিএম নেতৃত্ব গোটা ঘটনায় তাদের দায় অস্বীকার করেছিল। সিপিএম নেতৃত্ব মানতেই চাননি যে এই ঘটনায় তাদের হাত রয়েছে। তবে আজও বাম জমানায় যে সমস্ত হত্যাকাণ্ড নিয়ে বহু চর্চা করা হয় তার মধ্য়ে অন্য়তম হল এই সাঁইবাড়ি হত্যাকাণ্ড।

    সেই হত্য়াকাণ্ডের সময় খুন করা হয়েছিল জিতেন্দ্র রায় নামে এক গৃহশিক্ষককে। তিনি পরিবারের বাচ্চাদের পড়ানোর জন্য সেদিন এসেছিলেন। দুষ্কৃতীরা ঝাঁপিয়ে পড়েছিল তাদের উপরেও। এমনকী দাবি করা হয় যে নৃশংসতা এমন জায়গায় গিয়েছিল যে ছেলেদের খুন করার পরে সেই রক্তমাখা ভাত খেতে বলা হয়েছিল মাকে। জোর করে সেই ভাত খেতে বাধ্য় করা হয়েছিল। সেই সাঁইবাড়ি হত্যাকাণ্ডকে ঘিরে আজও সিপিএমের বিরুদ্ধে নানা বক্তব্য পেশ করা হয়।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)