চলন্ত ট্রেন থেকে পড়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু, কলকাতা যাচ্ছিলেন বই কিনতে
আনন্দবাজার | ১৮ মার্চ ২০২৫
কলকাতা যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্রের। মৃতের নাম পিয়াল পাল। ২২ বছরের ওই ছাত্রের বাড়ি বাঁকুড়ার জয়পুরের কাঁটাগোড়ে।
জিআরপি এবং পরিবার সূত্রে খবর, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার স্নাতকোত্তরের প্রথম বর্ষের ছাত্র পিয়াল রবিবার কলকাতায় যাচ্ছিলেন। কিছু বইপত্র কেনার ছিল তাঁর। শক্তিগড় স্টেশনের কাছে ট্রেন থামলে প্ল্যাটফর্মে নামে পিয়াল। ট্রেন ছাড়ার পর ট্রেনে উঠতে গিয়েছিলেন। সেই সময় পড়ে গিয়ে গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে জিআরপি। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছিল বর্ধমান মেডিক্যাল কলেজে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। সোমবার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজের পুলিশ মর্গে।
মৃতের বাবা দেবদাস পাল বলেন, ‘‘রবিবার থেকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছিল ওকে। আরও ভাল চিকিৎসা পরিষেবার জন্য কলকাতা নিয়ে যাওয়ার কথা ভাবি। রাতে গাড়িভাড়া করেছিলাম। কিন্তু নিয়ে যাওয়ার পথে বর্ধমান শহরের মধ্যেই মারা যায় ও।’’