দর্শকসংখ্যায় এশিয়ার প্রথম পাঁচে মোহনবাগান, আইএসএলে চমক ইস্টবেঙ্গলেরও
আনন্দবাজার | ১৮ মার্চ ২০২৫
চলতি আইএসএলের লিগ-শিল্ড জিতে নিয়েছে মোহনবাগান। ২৩ ফেব্রুয়ারি ওড়িশাকে হারিয়ে লিগ-শিল্ড নিশ্চিত হয়। ৮ মার্চ গোয়াকে হারিয়ে শিল্ড হাতে তোলে তারা। এ বার লড়াই সেমিফাইনালে। তবে ইতিমধ্যেই আরও একটি বিষয়ে বাকি দলগুলিকে টেক্কা দিয়েছে মোহনবাগান। তা হল দর্শকসংখ্যায়। উল্লেখযোগ্য উত্থান হয়েছে ইস্টবেঙ্গলেরও।
আইএসএলের দেওয়া হিসাব অনুযায়ী, ১২টি হোম ম্যাচে মোহনবাগানের মোট ৪,২৮,৯৩৩ জন খেলা দেখতে মাঠে এসেছেন। অর্থাৎ প্রতি ম্যাচে ৩৫,৭৪৪ জন। এশিয়ার নিরিখে পঞ্চম স্থানে রয়েছে মোহনবাগান। ইরানের ক্লাব পার্সেপোলিস সবার আগে। তাদের প্রতি ম্যাচে গড়ে ৪৩,৩৩৩ জন দর্শক খেলা দেখতে এসেছেন। এর পরের স্থানগুলিতে রয়েছে যথাক্রমে জাপানের উরাওয়া রেড্স (৪৩,১৩৯), চিনের সিডি রংচেং (৪০,৮৬৭) এবং সাংহাই শিনহুয়া (৩৯,৩৮৫)। তার পরেই মোহনবাগান।
মোহনবাগান-গোয়া ম্যাচে খেলা দেখতে এসেছেন সবচেয়ে বেশি সমর্থক (৬১,৫৯১)। সবচেয়ে কম দর্শক (২,৫৬৭) গুয়াহাটিতে হওয়া দ্বিতীয় পর্বের ডার্বিতে। সেটি নিরাপত্তার কারণে কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।
দর্শকসংখ্যার বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। আইএসএলে যতই লাল-হলুদ নবম স্থানে শেষ করুক, খেলা দেখতে অনেক সমর্থকই এসেছেন (২,২১,১৬৯)। যদিও গড় দর্শকসংখ্যা মোহনবাগানের তুলনায় অনেকটাই কম (১৮,৪৩১)। ইস্টবেঙ্গলের সবচেয়ে বেশি দর্শক এসেছেন প্রথম পর্বের ডার্বিতে (৫৯,৮৭২)।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কেরল ব্লাস্টার্স। তাদের গড় দর্শকসংখ্যা ১৫,৮৯৪। তবে এই সংখ্যা খুবই খারাপ। কারণ গত মরসুমের থেকে ৪২ শতাংশ কম দর্শক খেলা দেখেছেন এ বার, যা সব দলের চেয়ে বেশি। কোচির স্টেডিয়ামে ৬০ হাজার দর্শক প্রতি ম্যাচেই প্রায় পূর্ণ থাকে। তবে এ বার দলের পারফরম্যান্স ভাল না হওয়ায় শেষের দিকের ম্যাচগুলিতে দর্শক প্রায় হয়ইনি।
দর্শকসংখ্যা বৃদ্ধির নিরিখে বিরাট লাফ দিয়েছে নর্থইস্ট ইউনাইটেড এফসি। তাদের গড় দর্শকসংখ্যা ১০,৫২৬। গত বারের তুলনায় প্রায় দ্বিগুণ দর্শক এ বার মাঠে এসে খেলা দেখেছেন। জনপ্রিয়তা বাড়ানোর জন্য এ বার শিলংয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছে তারা। সেই ম্যাচগুলিতে প্রচুর দর্শক এসেছেন।
নর্থইস্ট ছাড়াও গত বারের থেকে দর্শকসংখ্যা বেড়েছে বেঙ্গালুরু, ওড়িশা, গোয়ার। প্রথম বার আইএসএলে খেলা মহমেডানের ম্যাচ দেখতে এসেছেন গড়ে ৪,০৯৫ দর্শক। তবে সব মিলিয়ে আইএসএলের দর্শকসংখ্যা গত বারের চেয়ে ৩.৫ শতাংশ কমেছে।