• ‘অঢেল উন্নয়ন হয়েছে’, ফুরফুরার উন্নয়ন প্রসঙ্গে একমত সকলেই
    আজকাল | ১৮ মার্চ ২০২৫
  • মিল্টন সেন,হুগলি: মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সোমবার সকাল থেকে চরম ব্যস্ততা ফুরফুরায়। বিকেলে দাওয়াত-এ ইফতারে অংশগ্রহণ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফুরফুরার বাসিন্দাদের বক্তব্য, এই সময়কালে সেখানে উন্নয়ন হয়েছে অঢেল। তবে আরও কিছু আবদার রয়েছে,  জানিয়েছেন ফুরফুরার বাসিন্দা মহ: বাদশা। তিনি বলেছেন, ‘এখন আগের ফুরফুরা আর নেই। আপাদমস্তক বদলে গিয়েছে। ব্যাপক উন্নয়ন হয়েছে ফুরফুরা শরীফে। যাঁরা বলছেন কোনও কাজ হয়নি, তারা ঠিক বলছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রীর সক্রিয় উদ্যোগে ঢেলে সাজানো হয়েছে সমগ্র ফুরফুরা।

    পি.এইচ.ই-র মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছচ্ছে পানীয় জল। ফুরফুরার একাধিক জায়গায় লাগানো হয়েছে হাই মাস্ট লাইট। এছাড়াও অলি গলি বড় রাস্তা সর্বত্রই আলো লাগানো হয়েছে। বেহাল নিকাশি সংস্কার করা হয়েছে। ব্যাপক উন্নয়ন করা হয়েছে স্বাস্থ্য ব্যবস্থার। ফুরফুরা শরিফ ভারতের দ্বিতীয় বৃহত্তর মুসলিমদের তীর্থক্ষেত্র। তবে এখানে শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষই নন অন্যান্য অনেক সম্প্রদায়ের মানুষ এই তীর্থক্ষেত্রে আসেন।‘ এই দরবারে সবসময় সকলের আমন্ত্রণ রয়েছে। এই প্রসঙ্গে প্রাক্তন পঞ্চায়েত সদস্য বাচ্চু দাস বলেছেন, ‘মমতা ব্যানার্জি যখন ২০০৯ সালে রেলমন্ত্রী ছিলেন তখন তিনি ডানকুনি থেকে ফুরফুরা রেলপথের সূচনা করেছিলেন। তার কাজও শুরু হয়েছিল। ফুরফুরাবাসী আশায় ছিল, ফুরফুরা-সহ সংলগ্ন এলাকার মানুষ সরাসরি ফুরফুরা থেকে রেলপথে যাতায়াত করতে পারবে।

    পরবর্তী সময়ে জমি জটে কাজ বন্ধ হয়ে যায়। এবং রেলের তরফে প্রকল্প বাতিল ঘোষণা করা হয়। শুরু থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সদিচ্ছা ছিল। কিন্তু রেল দপ্তর তথা কেন্দ্রীয় সরকার কখনওই ফুরফুরার মানুষের কথা চিন্তা করেনি। কয়েক কোটি টাকা খরচ করে, প্রায় পাঁচ বছর আগে তৈরি হয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। পরিকাঠামো তৈরি, এখনও চালু হয়নি। আমরা চাই সেটি দ্রুত চালু করা হোক।

    ফুরফুরা উন্নয়ন পর্ষদ এর কাজ প্রসঙ্গে ভাঙ্গড়ের বিধায়ক তথা ফুরফুরার বাসিন্দা নওশাদ সিদ্দিকী বলেছেন, 'আমি ফুরফুরায় কী কী কাজ হয়েছে তা রাজ্য বিধানসভার সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে জানতে পারি মোট ৫৪ কোটি টাকার কাজ হয়েছে ফুরফুরায়। যার মধ্যে অনেক কাজ এখনও চলছে। আবার বেশ কিছু কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। পীর সাহেব আবু বক্কর সিদ্দিকীর প্রয়াণ দিবসে তার নামে হাসপাতাল এবং এই দিনটিতে যাতে সরকারি ছুটি ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রীর কাছে সেই আবেদন জানাবেন ফুরফুরাবাসী।‘ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)