• মে মাসের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, ঘোষণা সংসদ সভাপতির
    দৈনিক স্টেটসম্যান | ১৮ মার্চ ২০২৫
  • মে মাসের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। মঙ্গলবার পরীক্ষা শেষের পর একথা ঘোষণা করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি বলেন, মে মাসের মধ্যে রেজাল্ট বেরোবে। নির্দিষ্ট সময়টা বলা খুব মুশকিল। মে মাসের দ্বিতীয় পর্যায়ে বেরোবে। মে মাসের মধ্যে অবশ্যই বেরিয়ে যাবে। প্রসঙ্গত, গত ৩ মার্চ শুরু হয়েছিল এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই বার প্রায় ৫ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থী ছিলেন।

    মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক স্কুলে পরিদর্শনে যান সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি বলেন, পরীক্ষা খুব ভালো হয়েছে। তেমন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একটা দু’টো বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে মালদহ, মুর্শিদাবাদে। ২০৮৯ ভেন্যুতেই আমাদের মেটাল ডিটেক্টর ছিল। ৭ জন মোবাইল-সহ ধরা পড়েছেন, গত বার যা ছিল ৪২। ঘোষিত নীতি মেনে এ বারের এনরোলমেন্ট বাতিল হয়েছে ৭ জনেরই। অর্থাৎ, সমস্ত পরীক্ষা বাতিল হয়েছে তাঁদের।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)