জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর ৪৯-এর এক মহিলার দেহে এবার মিলল বিরল মানব করোনা ভাইরাস ( (HCoV-HKU1)। খাস কলকাতায় হদিশ মিলল মারণ ভাইরাসের নয়া ভ্যারিয়েন্টের। আক্রান্ত হলেন এক গৃহবধূ। HKU1 বা হিউম্যান করোনাভাইরাস কোভিড ১৯-এর মতো নয়। গত দুই সপ্তাহ ধরে ওই মহিলার কাশি, জ্বর এমনকী সর্দি-কাশির মতো নানান লক্ষণ দেখা দিচ্ছে। তবে ওই মহিলা বর্তমানে বেশ কিছুটা স্থিতিশীল।
হাসপাতাল সূত্রে খবর, কোভিড ১৯ নয়, ওই মহিলা HKU -1 ভাইরাসে আক্রান্ত। এই ভ্যারিয়ান্টি ততটা বিপজ্জনক না হলেও, সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। তবুও এটি করোনাভাইরাস পরিবারের অন্তর্ভুক্ত। হিউম্যান করোনাভাইরাস হল এমন একটি ভাইরাস যা মূলত ফুসফুস এবং শ্বাসযন্ত্রকে প্রভাবিত করে। নয়া ভাইরাস করোনা ভাইরাসের একটি রূপ। এক্ষেত্রে ফ্লুর মতো উপসর্গ দেখা যায় শরীরে। শুধু তাই নয়, কিছু ক্ষেত্রে এটি মানবশরীরে ফুসফুসকেও প্রভাবিত করতে পারে।
এই ভাইরাস কী? হিউম্যান করোনাভাইরাস বা বেটাকরোনাভাইরাস শ্বাসনালীতে সংক্রমণ ঘটায়। নাক দিয়ে জল পড়া, কাশি, গলা ব্যথা, মাথাব্যথা এমনকী শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বয়স্ক, শিশু, হাঁপানি কিংবা ডায়াবেটিস বা হৃদরোগের মতো বিভিন্ন সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের ঝুঁকি বেশি।