• পিএসসিকে ক্লিনচিট হাই কোর্টের, নিম্ন আদালতে বিচারক নিয়োগে রইল না বাধা
    প্রতিদিন | ১৮ মার্চ ২০২৫
  • গোবিন্দ রায়: নিম্ন আদালতে বিচারক নিয়োগে কাটল জটিলতা। পাবলিক সার্ভিস কমিশনকে ক্লিনচিট দিল উচ্চ আদালত। ২০২২ সালের বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় পিএসসি সঠিকভাবেই পরীক্ষা নিয়েছে বলে জানিয়েছে আদালত। মঙ্গলবার বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় মামলাকারীর অভিযোগ খারিজ করায় এবার নিয়োগে আর কোনও বাধা থাকল না।

    ২০২২ সালে রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেয়। তারপর নিয়োগ পরীক্ষা শুরু হয়। তবে ওই নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ নীতি মানা হয়নি বলে অভিযোগ তুলে মামলা করেন এক ওবিসি পরীক্ষার্থী। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের এজলাসে শুনানি হয়। সেপ্টেম্বর মাসে ওই নিয়োগ প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি। সেই থেকে ২৯জন বিচারকের নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। 

    মঙ্গলবার ফের শুনানি হয় মামলাটির। এদিন সব তথ্য প্রমাণ, এতদিনের সওয়াল জবাব শুনে বিচারপতি মুখোপাধ্যায় পাবলিক সার্ভিস কমিশনকে ক্লিনচিট দেন। পিএসসি নিম্ন আদালতের বিচারক নিয়োগ পরীক্ষা সঠিক ভাবেই নিয়েছে বলে মন্তব্য করেছে আদালত। ফলে স্থগিতাদেশ প্রত্যাহার করা হচ্ছে বলে জানায় আদালত। নিয়োগেও কোনও বাধা থাকছে না বলে মন্তব্য করেছেন বিচারপতি। পিএসসির আইনজীবী জানান, ২০২২ থেকে যে নিয়োগ আটকে ছিল, সেটা এবার শুরু করা যাবে। তরুণরা এই পেশায় আসতে পারবেন।
  • Link to this news (প্রতিদিন)