• পুজো দিতে পুরী যাওয়ার অনুমতি চেয়ে কুন্তলের আবেদনে শর্তসাপেক্ষে অনুমতি আদালতের
    হিন্দুস্তান টাইমস | ১৮ মার্চ ২০২৫
  • জামিন পেলেও এলাকা ছাড়ার অনুমতি ছিল না। তাই পুরীর পুরুষোত্তম ধামে পুজো দেওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ। মঙ্গলবার তাঁর আবেদনের ভিত্তিতে শর্তসাপেক্ষে পুরী যাওয়ার অনুমতি দিয়েছে আদালত।

    গত ২৯ নভেম্বর সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্ট জামিন দিলে কুন্তলের জেলমুক্তি হয়। আগেই ইডির মামলায় জেলমুক্তি হয়েছিল তাঁর। তবে এলাকা ছাড়ার অনুমতি ছিল না। সম্প্রতি পুরীর পুরুষোত্তম ধামে পুজো দিতে যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন কুন্তল। মঙ্গলবার সেই আবেদন মঞ্জুর করে আদালত জানিয়েছে, কুন্তল পুরী যেতে পারবেন। তবে ২৪ ঘণ্টা অন্তর সিবিআইয়ের তদন্তকারী আধিকারিককে তাঁর অবস্থান জানাতে হবে।

    নিয়োগ দুর্নীতির অন্যতম কিং পিন কুন্তলের বিরুদ্ধে সুজয়কৃষ্ণ ভদ্রকে কোটি কোটি টাকা পৌঁছে দেওয়ার অভিযোগ এনেছে সিবিআই। এমনকী কী ভাবে কুন্তল, শান্তনু ও সুজয়কৃষ্ণ মিলে চাকরি বিক্রির মাধ্যমে আরও ১০০ কোটি টাকা তোলার পরিকল্পনা করেছিলেন সেই পরিকল্পনার কথপোকথনের প্রতিলিপিও এসেছে প্রকাশ্যে। তদন্তকারীরা জানিয়েছেন, সাব এজেন্টের মাধ্যমে বেকার যুবক যুবতীদের কাছ থেকে টাকা তুলে সেই টাকা সুজয়কৃষ্ণকে পৌঁছে দিয়েছেন কুন্তল। আর এই লেনদেনের মাধ্যমে ক্রমশ ফুলে ফেঁপে উঠেছেন নিজেও। এখন দেখান জগন্নাথের দ্বারে পুজো দিয়ে কুন্তলের সঙ্কটমোচন হয় কি না।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)