• ‘দলের থেকে জাত আগে’ মন্তব্যের জন্য শৃঙ্খলারক্ষা কমিটির কাছে ক্ষমা চাইলেন হুমায়ুন
    হিন্দুস্তান টাইমস | ১৮ মার্চ ২০২৫
  • দলের থেকে আমার কাছে জাত আগে। একথা বলার জন্য তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে ক্ষমা চেয়ে এযাত্রায় শাস্তির খাঁড়া এড়ালেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। মঙ্গলবার দলের বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটির সামনে হাজিরা দেন তিনি। সেখানে তাঁকে স্পষ্ট জানানো হয়েছে, সাম্প্রদায়িক ভাবাবেগে আঘাত দেওয়া চলবে না।

    শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যের জবাবে হুমায়ুন কবির বলেছিলেন, আমার কাছে দল বা নেত্রীর থেকে জাতি আগে। এমনকী শুভেন্দু অধিকারী মুসলিম বিধায়কদের বিধানসভা থেকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিলেও প্রশাসন কেন তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি সেই প্রশ্নও তোলেন তিনি। এর পরই তাঁকে শো কজ করেছিল তৃণমূল। এক পাতার শো কজ চিঠির ২ পাতা জবাব দিয়েছিলেন হুমায়ুন। কিন্তু তাতে সন্তুষ্ট হননি শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যরা। মঙ্গলবার তাই তাঁকে সশরীরে কমিটির সামনে হাজিরা দিতে বলা হয়েছিল।

    এদিন শোভনদেবের সঙ্গে সাক্ষাৎ সেরে বেরিয়ে হুমায়ুন কবির বলেন, আমাকে শৃঙ্খলারক্ষা কমিটি কী বলেছে আমি তা নিয়ে কোনও কথা বলব না। শৃঙ্খলারক্ষা কমিটি আমার সাথে আলোচনা করেছে, আমার সঙ্গে কথা বলেছে সেটা আমার খুব ভালো লেগেছে। আমি মনে করেছি আমার অসম্মানের কিছু নেই। আগামী দিনে আমি দলের সর্বোচ্চ নেত্রী ও শৃঙ্খলারক্ষা কমিটি নির্দেশ মতো চলব। কোনরকম কোন সমস্যা না হয় সেটা আমারও দেখার দরকার।’

    এর পর শোভনদেববাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমরা নেত্রীর কথা মেনে চলি। নেত্রী কতগুলো নির্দেশ দিয়েছেন। হুমায়ুন কবিরকে বুঝিয়ে বলা হল তুমি কিন্তু এর বাইরে নয়। তোমার মনে দুঃখ থাকবে, ক্ষোভ - বেদনা থাকবে। তার প্রতিফলন করার জায়গা অন্য । পাবলিক প্লেসে পাবলিকলি এই ধরনের কথা বলতে পারো না। তুমি কি সংবিধানের প্রতি দায়বদ্ধ হয়ে এমএলএ হওনি? সে জানিয়েছে, আমি এগুলো সব মেনে চলব। এখন থেকে যদি অন্য কোনও বিষয়ে খুব অভিযোগ থাকে আমাদেরকে জানালে সেগুলো যথাযথ জায়গায় আমরা জানাবো।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)