• BJPর হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানকে ব্যঙ্গ করে TMCর ব্যানারে ছয়লাপ শ্যামবাজার
    হিন্দুস্তান টাইমস | ১৮ মার্চ ২০২৫
  • এবার ব্যানার রাজনীতিতেও বিজেপির সঙ্গে সম্মুখসমরে নামল তৃণমূল। বিজেরির ‘হিন্দু হিন্দু, ভাই ভাই’ পোস্টারকে বিদ্রূপ করে পোস্টারে ছয়লাপ করল কলকাতার শ্যামবাজার পাঁচ মাথার মোড়। ব্যানারগুলিতে বিজেপির ভাষাতেই বিজেপিকে আক্রমণ করা হয়েছে। তবে বিজেপির দাবি, এগুলো নেহাতই তৃণমূলের বালখিল্য। মানুষ বুঝতে পারছে হিন্দুরা একজোট হলে কাদের অসুবিধা। তাই এসব করে তাদের একতা ভাঙার চেষ্টা চালাচ্ছে তৃণমূল।

    মঙ্গলবার সকালে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে হলুদের ওপর কালো ও লাল হরফে লেখা ব্যানারগুলি নজরে পড়েনি এমন মানুষ মেলা মুশকিল। সেই ব্যানারের কোনওটায় লেখা, ‘হিন্দু হিন্দু ভাই ভাই, আধার লিংকে ফাইন খাই’। কোনওটায় আবার লেখা, হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু বাঙালি পূর্ণমন্ত্রী নাই!’ তেমনই ‘হিন্দু হিন্দু ভাই ভাই, তবু, তেলের দামে লোটা চাই?, হিন্দু হিন্দু ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই?’ এসব লেখা ব্যানারও দেখা গিয়েছে। প্রতিটি ব্যানারের নীচে লেখা ‘পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি ও সোশ্যাল মিডিয়া সেল।’

    বলে রাখি, গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ স্লোগান নিয়ে প্রচার শুরু করেছে বিজেপি। চুঁচুড়া ও বাঁকুড়ার বিভিন্ন জায়গায় এই সংক্রান্ত দেওয়াল লিখন ও ব্যানার দেখা গিয়েছে। বিধানসভা নির্বাচনের আগে যা হিন্দু ভোট একজোট করার চেষ্টা বলে মনে করা হচ্ছে। 

    তৃণমূলের ব্যানার নিয়ে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ বলেন, ‘এগুলো তৃণমূলের বালখিল্য। তৃণমূল খুব ভালো করে জানে যে রাজ্যের হিন্দুরা একজোট হলে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তাই তারা হিন্দু একতা ভাঙার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের ঘটনা দেখার পর পশ্চিমবঙ্গের হিন্দুদের মধ্যে জাগরণ ঘটেছে। মহাকুম্ভে যে সংখ্যায় বাঙালি যোগদান করেছেন তাতেই তা প্রমাণ হয়ে গিয়েছে। আর তার পরই হিন্দু ঐক্য ভাঙতে আইটি সেলকে ময়দানে নামিয়েছে তারা।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)