সাঁইথিয়ায় ইন্টারনেট বন্ধ কেন? প্রশ্ন তুলে বিধানসভা থেকে ওয়াক আউট বিজেপির
হিন্দুস্তান টাইমস | ১৮ মার্চ ২০২৫
সাঁইথিয়ায় দোলের দিন হিন্দুদের ওপর হামলা ও তার জেরে বিস্তীর্ণ এলাকায় ইন্টারনেট বন্ধ রয়েছে বলে অভিযোগ করে বিধানসভায় সরকারের বিবৃতি দাবি করল বিজেপি। মঙ্গলবার বিধানসভায় এই দাবি করেন বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শংকর ঘোষ। এব্যাপারে মুলতুবি প্রস্তাব আনতে চাইলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তা নাকচ করে দেন। এর পরই স্লোগান দিতে দিতে বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে তাঁদের সঙ্গে যোগদান করেন বিধানসভা থেকে সাসপেন্ডেড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পর সরকার ও স্পিকারকে ফের তুমুল আক্রমণ করেন তিনি।
এদিন ‘দলিত পরিবারের উপর আক্রমণ হল কেন মুখ্যমন্ত্রী জবাব দাও’। ‘সাঁইথিয়ায় ইন্টারনেট পরিষেবা বন্ধ কেন মুখ্যমন্ত্রী জবাব দাও।’ স্লোগান দিতে দিতে বিজেপি বিধায়করা বিধানসভা থেকে ওয়াক আউট করেন। এর পর বিধানসভার বাইরে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন তাঁরা।
এর পর শুভেন্দুবাবু বলেন, ‘বীরভূমের সাঁইথিয়ায় পাঁচটি গ্রামে গত ১৪ তারিখ থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ। লাগু রয়েছে ন্যায় সংহিতার 163 ধারা। এর জবাব মুখ্যমন্ত্রী কে বিধানসভায় এসে দিতে হবে। মুখ্যমন্ত্রী ও তার বিধায়কেরা বিধানসভাকে প্রহসনে পরিণত করেছেন। বিধানসভায় কেন লাইভ স্টিমিং হবে না কেন? বিধানসভার ভেতর ক্যামেরা অনুমতি নেই কেন?’
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, ‘স্পিকারের একটা চোখ খোলা একটা চোখ বন্ধ। তিনি একচোখা। আগামিকাল বারুইপুরে ভারতীয় জনতা পার্টির সমস্ত বিধায়কেরা যাবেন। ওখানকার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের কেলেঙ্কারির ইতিহাস তোলা হবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে।