লাইসেন্সবিহীন পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, মেমারি থেকে গ্রেপ্তার বিজেপি নেতা...
আজকাল | ১৯ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত গঙ্গাধর কর্মকার এলাকার বিজেপি নেতা হিসেবে পরিচিত। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে জেলাপরিষদের ভোটে প্রার্থীও হয়েছিলেন তিনি। জানা গিয়েছে, সোমবার গোপন সূত্রে খবর পাওয়া খবর থেকে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জাতীয় সড়কের পাশে ভোলেবাবা হিন্দু হোটেলের কাছে কানাইডাঙা এলাকা থেকে আটক করা হয় অভিযুক্তকে।
অভিযুক্ত গঙ্গাধর কর্মকারের(৫২) বাড়ি গলসি থানার অন্তর্গত সিমনোরি গ্রামে। ধৃত বিজেপি নেতার কাছ থেকে একটি লাইসেন্সবিহীন দেশি ৭ সেভেন এমএম পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তি জেরায় জানিয়েছে, বিহারের মুঙ্গেরের বাসিন্দা এক ব্যক্তির থেকে আগ্নেয়াস্ত্রটি কিনেছিল সে। সম্প্রতি এটি বিক্রি করার চেষ্টায় ছিল। ইতিমধ্যেই, ধৃতকে আটক করে পুলিশ বেআইনি অস্ত্র ও গুলি বাজেয়াপ্ত করেছে। অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনের নির্দিষ্ট ধারায় মামলা রজু করে তদন্ত শুরু করা হয়েছে। মঙ্গলবার তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।