কোথাও শিলাবৃষ্টি, কোথাও তুমুল ঝড়, টানা তিনদিন জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কা, জারি কমলা সতর্কতা...
আজকাল | ১৯ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: তীব্র গরম থেকে সাময়িকভাবে মিলবে রেহাই। বৃষ্টির জেরে আবারও নামবে তাপমাত্রার পারদ। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে একটানা। ঝোড়ো হাওয়া, বজ্রপাতের সম্ভাবনা বাংলা জুড়ে। তাই আগেভাগেই জেলায় জেলায় কমলা, হলুদ সর্তকতা জারি করল হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এই জেলাগুলিতে জারি রয়েছে কমলা সতর্কতা।
বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। শনিবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির কমলা সতর্কতা এবং কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে হলুদ সর্তকতা জারি করা হয়েছে।
অন্যদিকে শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির হলুদ সর্তকতা এবং শনিবারেও সব জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।