• মাটির টানে ১৩ হাজার কিমি পাড়ি, মিনেসোটা থেকে খড়দহে হাজির টেম্পরি, কী খুঁজছেন?...
    আজকাল | ১৯ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ১৯৭৭ সালের ১৪ ডিসেম্বর। দিনটি এখনও মনে আছে টেম্পরি থমাসের। ঘরে জ্বালানি বাড়ন্ত হওয়ায় জ্বালানি জোগাড় করতে বেরিয়েছিল পাঁচ বছরের টেম্পরি। রাস্তায় ঘুরতে ঘুরতে বসে পড়েছিল ট্রেনে। নেমে পড়ে খড়দহে। একা একা ঘুরতে দেখে এক ব্যক্তি তাকে নিয়ে যান খড়দহ থানায়। এর পর তার ঠাঁই হয় একটি অনাথ আশ্রমে। সেখানে এক বছর কাটিয়ে ইন্টারন্যাশনাল মিশন অফ হোমের সহায়তায় আমেরিকায় পাড়ি।

    এর পর থেকে সেখানেই বসবাস। শিশু টেম্পরি এখন ৫২ বছরের মহিলা। একদিন একটি বই পড়তে পড়তে অনুভব করেন শিকড়ের টান। শনিবার চলে আসেন কলকাতায়। পাড়ি দিয়েছেন ১৩ হাজার কিলোমিটার। রবিবার খড়দহ পুলিশ স্টেশনে যান টেম্পরি। সেখানে গিয়েই আবেগঘন হয়ে পড়েন তিনি। ছোটবেলায় যেখানে বসেছিলেন সেই জায়গাটি ঘুরে দেখেন। নানা স্মৃতি তাঁর মনে তখন ভিড় করে আসে। 

    এরপর যান অনাথ আশ্রমটিতে। এছাড়াও চিড়িয়ামোড়, ব্যারাকপুরের নানা জায়গা ঘুরে দেখেন। সে সব জায়গার কথা তাঁর স্মৃতিতেই রয়ে গিয়েছিল। আপতত খালি হাতেই ফিরে যাচ্ছেন টেম্পরি। খোঁজ পাননি পরিবারের। আগামী বছর ফের আসবেন তিনি কলকাতায়। নতুন উদ্যোমে পরিবারের খোঁজে। 
  • Link to this news (আজকাল)