ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, দমদমে ঝুলন্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধার...
আজকাল | ১৯ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দমদম স্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। মঙ্গলবার সকাল পৌনে ৮টা নাগাদ দেহটি উদ্ধার হয়। প্রথমে রেল পুলিশ দেহটি উদ্ধার করে। তারপর সিঁথি থানার কাছে দেহটিকে হস্তান্তর করে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতদেহকে।
স্থানীয় সূত্রে খবর, দমদমের বেদিয়াপাড়ায় যুবকের দেহটি সোমবার রাত থেকেই ঝুলছিল। মঙ্গলবার সকালে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। ঝুলন্ত দেহটি কোন থানার আওতায় তা নিয়ে শুরু হয় দায় ঠেলাঠেলি।
পুলিশ সূত্রে খবর, যুবক দেগঙ্গাঁ উত্তর ২৪ পরগনার বাসিন্দা। যুবকের নাম প্রশান্ত সাহা (২৬)। পরিবার জানিয়েছে, বিগত সাত দিন ধরে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রান্নাঘরে চিমনি মেরামতের কাজ করতেন যুবকটি। মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার সূত্রে খবর। স্থানীয় পুলিশের কাছে মিসিং ডায়েরিও করা হয়েছিল যুবকের পরিবারের তরফ থেকে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারবে পুলিশ।