• ডাক্তাররা ফেল, কানের যন্ত্রণায় রাতে ঘুম নেই দিনের পর দিন! হতাশায় চিরঘুমে সাথী...
    ২৪ ঘন্টা | ১৯ মার্চ ২০২৫
  • রণজয় সিংহ: নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত অনেক সময় হয় ক্ষণিকের সিদ্ধান্ত। অনেকে আবার এমন কাণ্ড ঘটান অনেক যন্ত্রণার পর। এমনই ঘটনা ঘটল মালদহের মুচিয়ায়। কানের যন্ত্রণার সঙ্গে আর পেরে উঠছিলেন না। শেষ পর্যন্ত নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন এক গৃহবধূ।

    গৃহবধূর এক আত্মীয় জানান দীর্ঘদিন ধরে কানের অসুখে ভুগছিলেন। অনেক চিকিৎসা করেও সুস্থ হয়ে ওঠেননি। এর ফলে সে মানসিক অবসাদে ভুগছিলেন। মানসিক অবসাদের কারণে এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু পরিবারের লোকজনের তৎপরতায় বেঁচে গিয়েছিলেন। আজ ফাঁকা বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগ পেয়ে দুপুরবেলা নিজের শোয়ার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন গৃহবধূ। প্রতিবেশীরা দেখতে পেয়ে তড়িঘড়ি গৃহবধূর ঝুলন্ত দেহ নীচে নামান। তবে ততক্ষণে সব শেষ হয়ে গেছে।

    ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলায় ছুটে আসে মালদা থানার পুলিস । গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো ব্যবস্থা করে মালদা থানার পুলিস। স্থানীয়দের বক্তব্য়, কানের অসুখে ভুগছিলেন। বহু চিকিৎসার পরও সুস্থ হয়নি। তাই মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন গৃহবধূ।

    (আত্মহত্যা শুধু আপনাকেই নয়, আপনার কাছের মানুষদেরও শেষ করে দেয়। আপনি কোনও ভাবে বিষণ্ণ বা অবসাদগ্রস্ত হলে কল করুন ৯১৫২৯-৮৭৮২১ নম্বরে। সোম থেকে শনি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ফোন করার সময়।)

     

     

     

     

     

     

  • Link to this news (২৪ ঘন্টা)