অয়ন ঘোষাল: জোড়া ঘূর্ণাবর্ত- জোড়া অক্ষরেখা-পশ্চিমীঝঞ্ঝা! ত্রিফলা দুর্যোগ ধেয়ে আসছে বাংলায়! তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর। এবার পুরোপুরি ভোলবদল। চলতি সপ্তাহেই বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে শুরু দুর্যোগ! চলবে রবিবার পর্যন্ত। জারি হল সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়াও।
তাপপ্রবাহ আটকে গিয়েছে রবিবার। এবার ভোলবদল আবহাওয়ার। রবি ও সোমবার তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু সেই তাপপ্রবাহ রবিবার ও সোমবার বিকেলের ঝোড়ো হাওয়া, বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির জেরে আটকে গিয়েছে। এবার চলতি সপ্তাহেই পুরোপুরি ভোলবদল হতে চলেছে আবহাওয়ার। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি হয়েছে। এই পরিস্থিতি বজায় থাকবে শনিবার পর্যন্ত। কোনও কোনও জেলায় রবিবার পর্যন্তও দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে। কালবৈশাখী হতে পারে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস। মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার সম্ভাবনা কম উত্তরে। শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি। তবে বৃষ্টি আসার আগে পর্যন্ত অর্থাৎ দিনেরবেলা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
একাধিক সক্রিয় সিস্টেমের হাত ধরেই আবহাওয়ার এই ভোলবদল। আসাম ও হরিয়ানাতে রয়েছে দুটি ঘূর্ণাবর্ত। এছাড়াও রয়েছে জোড়া অক্ষরেখার দাপট। আগামিকাল ১৯ মার্চ আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এইসব মিলিয়েই আবহাওয়ার পরিবর্তন। বৃষ্টির ফলে দুই বঙ্গেই সপ্তাহের শেষে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। তবে রাতের তাপমাত্রায় আপাতত তেমন কোনও উল্লেখ্যযোগ্য পরিবর্তন নেই।