• যাদবপুরকাণ্ডে গ্রেফতার ছাত্র, শুরু হল তুমুল বিক্ষোভ, যানজটও চরমে
    হিন্দুস্তান টাইমস | ১৯ মার্চ ২০২৫
  • যাদবপুরে শিক্ষাবন্ধু সমিতির অফিসে হামলার অভিযোগে গ্রেফতার এক ছাত্র। ধৃতের নাম সৌপ্তিক চন্দ। তিনি যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়েছে। এরপরই তুমুল বিক্ষোভ শুরু হয় ছাত্রছাত্রীদের। বিভিন্ন বাম সংগঠনের আওতায় থাকা ছাত্রছাত্রীরা তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে। এর জেরে যাদবপুরের একাংশে রাস্তায় যানজট তৈরি হয়েছে। 

    এদিকে আগে এই মামলাতে জামিন পেয়েছিলেন ২জন। তবে এবার অন্য মামলায় অর্থাৎ আজাদ কাশ্মীর পোস্টার মামলায় এবার জামিন পাওয়া এক ছাত্রকে গ্রেফতারের আবেদন করা হয়েছে। 

     আন্দোলনকারীরা বলেন, পরিষ্কার বোঝা যাচ্ছে মিথ্যে মামলায় ছাত্রছাত্রীদের হেনস্থা করা হচ্ছে। আমরা জোর আন্দোলন করব। শিক্ষামন্ত্রীকে কেন গ্রেফতার করা হচ্ছে না? শিক্ষামন্ত্রীর গাড়িতে যখন এক ছাত্র আহত হলেন তখন পুলিশ কেন তদন্ত করছে না? পুলিশ নিরপেক্ষ নয়, এটা তো বোঝাই যাচ্ছে। 

    প্রসঙ্গত গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে ভাঙচুর করা হয়েছিল। সেই সময় তাঁর গাড়ির ধাক্কায় এক ছাত্র আহত হয়েছিলেন বলে দাবি করা হয়। এদিকে এরপর যাদবপুরে শিক্ষাবন্ধু সমিতির অফিসেও তুমুল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল বলে অভিযোগ। আর সেই মামলাতেই গ্রেফতার ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। 

    এদিকে যাদবপুর কাণ্ডকে ঘিরে তদন্ত চালাচ্ছে পুলিশ। পুলিশ একের পর এক ছাত্রকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করছে। এসবের মধ্য়েই নতুন করে বিক্ষোভ দানা বাঁধছে যাদবপুরে। বাম ও অতিবাম ছাত্রছাত্রীরা ফের রাস্তায় নামছেন। তাদের দাবি অন্যায়ভাবে পুলিশ গ্রেফতার করছে। পুলিশ যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে সেটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। 

    এসবের মধ্য়েই যাদবপুর কাণ্ড নিয়ে নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে এসএফআই। 

    এসএফআইয়ের রাজ্য নেতৃত্ব জানিয়েছেন, স্লোগান রেখেছিলাম যে শিক্ষাকে পুনরুদ্ধার করো। ..ছাত্র সংসদ নির্বাচনের যে দাবি সেটা আমাদের সংযুক্ত রয়েছে। লেখাপড়ার অধিকার, নিরাপত্তার অধিকার, মত প্রকাশের এই কথাগুলোকে বলার জন্য অধিকার মিছিল সেটা ২৫শে মার্চ মঙ্গলবার যাদবপুর ৮বি থেকে গোলপার্ক পর্যন্ত ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য কমিটি অধিকার মিছিলের ডাক দিচ্ছি। পিন পয়েন্ট স্লোগান, আমাদের ক্যাম্পাস আমাদের অধিকার। ছাত্ররা তাদের ক্যাম্পাসের ভেতরে পড়াশোনা করার, কম খরচে পড়াশোনা করার, স্টাইপেন্ড পাওয়ার অধিকার, ক্য়াম্পাসে মত প্রকাশের জন্য অধিকার মিছিল। এসএফআই রাজ্য কমিটির ডাকে বেলা ৩টের সময় এই মিছিল শুরু হবে। সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক, অধ্য়াপক, অন্য়ান্য় ছাত্র সংগঠন, অধ্য়াপকদের সংগঠন, এরকম বহু মানুষ এখনও বাংলায় রয়েছে যাঁরা পড়াশোনার এই সিস্টেম নিয়ে বিচলিত তাঁদেরকেও আহ্বান জানিয়েছেন এসএফআই। সেই সঙ্গেই বলা হয়েছে, তৃণমূল ও বিজেপি বিরোধী সমস্ত মানুষজন ঐক্য়বদ্ধ হয়ে লখিমপুরের ঘটনাকে সমর্থন করেন না, যারা যাদবপুরে ব্রাত্য বসুর নেতৃত্বে, ওমপ্রকাশ মিশ্রের নেতৃত্বে ছাত্রদের গাড়ি চাপা দেওয়াকে সমর্থন করেন না তারা সকলে আসুন। ঐক্যবদ্ধ হয়ে এই মিছিলে একজোট হই।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)