ধেয়ে আসছে কালবৈশাখী! সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আশঙ্কা, তছনছ হতে পারে এই জেলাগুলি
প্রতিদিন | ১৯ মার্চ ২০২৫
নিরুফা খাতুন: চৈত্রের শুরুতেই গরমে নাজেহাল আমজনতা। বাড়ি থেকে বেরতে না বেরতেই গলদঘর্ম হাল। ভরা বসন্তেই বৃষ্টির অপেক্ষায় কার্যত চাতক পাখির মতো অবস্থা সকলের। এসবের মাঝেই স্বস্তির খবর, আজ বুধবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হবে ঝড়-বৃষ্টি। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার কালবৈশাখীর সম্ভাবনা। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে বলে খবর।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পূর্ব অসমে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। জোড়া অক্ষরেখার একটি রয়েছে ছত্রিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত। অন্য অক্ষরেখাটি কর্ণাটক থেকে কেরল পর্যন্ত বিস্তৃত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এর প্রভাবে আজ, ১৯ শে মার্চ থেকে পশ্চিমের জেলায় শুরু হবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বৃহস্পতিবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প বেশি ঢুকবে এবং বাতাসের গতি বৃষ্টির অনুকূল থাকবে। ২০ মার্চ, বৃহস্পতিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে বেশি বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলি এই পাঁচ জেলাতে। ২১শে মার্চ, শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে। কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলিতে। সব জেলাতেই দমকা ঝড়ের সম্ভাবনা। তবে কলকাতায় মনোরম থাকবে আবহাওয়া।
উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার থেকে বাড়বে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা। সপ্তাহের শেষে চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। তবে রাতের তাপমাত্রায় আপাতত পরিবর্তন নেই। দিনের বেলায় গরম বাড়বে, অস্বস্তিকর গরম কিছুটা রাতে থাকতে পারে। আজ ও আগামিকাল ১৯ ও ২০ শে মার্চ উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। ২১শে মার্চ, শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া।