রোজা ভেঙে রক্তদান মুসলিম যুবকের, প্রাণে বাঁচলেন হিন্দু মহিলা, সম্প্রীতির বার্তা নদিয়ায়
আজকাল | ১৯ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ধর্ম নিয়ে যখন প্রতিনিয়ত রাজনীতির বিভেদ তৈরি হচ্ছে তখন রোজা ভেঙে রক্ত দিয়ে প্রাণ বাঁচিয়ে সম্প্রীতির বার্তা দিলেন এক যুবক। রোজার মধ্যে এক হিন্দু মহিলার জন্য রক্তদান করলেন নদিয়ার এক যুবক। এ ঘটনা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ধর্ম থেকে মানবতা বড়। এই ঘটনাটি ঘটেছে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে।
নদিয়ার মাজদিয়ার বাসিন্দা সঙ্গীতা ঘোষ বহুদিন ধরেই কিডনির রোগে ভুগছেন তিনি। মাঝে মাঝেই তাঁকে রক্ত দিতে হয়। রবিবারও সেভাবেই তাঁর রক্ত প্রয়োজন হয়েছিল। তিনি ভর্তি ছিলেন নদীয়ার কল্যানী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। রক্তের প্রয়োজনে আপৎকালীন ব্লাড সার্ভিসের তরফ থেকে রবিবার দুপুরে ফোন করা হয় পলাশির বাসিন্দা ২৭ বছরের নাসিম মালিতাকে। এক ডাকে ছুটে আসেন যুবক রক্ত দেওয়ার জন্য।
পরে তিনি জানান, দুপুরের নামাজের পরে বিশ্রাম নিচ্ছিলেন নাসিম। ফোন আসতেই তিনি ছুটে আসেন। কাকে বা কোন ধর্মের মানুষকে রক্ত দেওয়া হবে সেটা জানার প্রয়োজনও তিনি অনুভব করেননি। কারণ তিনি একজন রক্তদাতা। স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে প্রায়শই তিনি রক্ত দিয়ে থাকেন।