আজকাল ওয়েবডেস্ক: মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তর ২৪ পরগনার সোদপুরে। আগুনে ঝলসে মৃত এক। সিলিন্ডার ফেটে আগুন লাগে কারখানায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়তেই ঘটে বিপত্তি।
জানা গেছে, মঙ্গলবার রাত দেড়টা নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডটি ঘটেছে মধ্যমগ্রামের ঘোলা থানার অন্তর্গত মুরাগাচা মন্ডল পাড়া এলাকায়। এক কাঠের কারখানায় বিধ্বংসী আগুন লাগে। সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। কালো ধোঁয়া দেখেই ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা। রাতেই স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন।
সূত্রের খবর অনুযায়ী, অগ্নিদগ্ধ হয়ে রাতেই একজনের মৃত্যু হয়েছে। আরও একজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে এখনও পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন।