• রাজ্যে আয়ুষ্মান ভারত হেল্থ কার্ডের নামে তোলা হচ্ছে টাকা, বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ...
    আজকাল | ১৯ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আয়ুষ্মান ভারত 'হেল্থ কার্ড' করার নামে টাকা তোলার অভিযোগ।  মুখ্যমন্ত্রী , জেলাশাসক,  জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠের। অভিযোগের তির বিজেপির দিকে। অস্বীকার বিজেপির। 

    উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ গত ১৭ মার্চ সোমবার মুখ্যমন্ত্রীর দপ্তর , উত্তর ২৪ পরগনার জেলাশাসক , বনগাঁর পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ জানান । বনগাঁ পৌর এলাকার বিভিন্ন প্রান্তে আয়ুষ্মান ভারত হেলথ কার্ড দেওয়ার নাম করে অবৈধভাবে টাকা তোলার অভিযোগ করেন। যারা এই আয়ুষ্মান ভারত হেল্থ কার্ড করাচ্ছেন তাঁদের কাছে কোন বৈধ অনুমতি নেই বলেও দাবি করেন তিনি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন চেয়ারম্যান। 

    অভিযোগ প্রসঙ্গে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, 'বিজেপির তরফে আয়ুষ্মান ভারতের নাম করে বিভিন্ন জায়গায় শিবির করে অবৈধভাবে টাকা নেওয়া হচ্ছে। আয়ুষ্মান ভারতের পরিষেবা এই রাজ্যে পাওয়া যায় না । তবুও সেই কার্ড করিয়ে মানুষের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। শুধু বনগা পৌর এলাকা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের চক্রান্ত চালাচ্ছে বিজেপি । আমরা মুখ্যমন্ত্রী, জেলাশাসক, পুলিশ সুপারের কাছে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছি।'

    অভিযোগ অস্বীকার করেছেন বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মন্ডল। তিনি জানিয়েছেন কোন এনজিওর মাধ্যমে আয়ুষ্মান ভারতের 'হেলথ প্রোফাইল' করা হচ্ছে । এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই । তৃণমূলের পক্ষ থেকে ভুল অভিযোগ করা হচ্ছে । 

    যদিও যে সংস্থার পক্ষ থেকে এই আয়ুষ্মান ভারত হেলথ কার্ড করা হচ্ছে তাদের কর্তা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের অনুমতিতে আয়ুষ্মান ভারত হেলথ প্রোফাইল  করার কাজ চলছে । 

    এই কাজের জন্য কুড়ি টাকা নেওয়ার নির্দেশ রয়েছে । তাঁদের কাছে সঠিক অনুমতি আছে বলেই জানিয়েছেন তাঁরা । অভিযোগ, সাধারণ মানুষের কাছ থেকে ৩০ টাকা নেওয়া হয়েছে ল্যামিনেশন করার নামে।
  • Link to this news (আজকাল)