• অজানা ফলের আতঙ্ক মাথাভাঙ্গা শহরে, বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা...
    আজকাল | ১৯ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অজানা ফলের আতঙ্ক মাথাভাঙ্গা শহরে। আতঙ্কে বাড়ি ছাড়ছেন এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা শহরের পুর এলাকার ১০ নম্বর ওয়ার্ডে। এলাকাবাসীরা জানান, দিন ১৫ ধরেই চুলকানিতে ভুগছেন এলাকাবাসী। অ্যালার্জির ট্যাবলেট খেয়েও কমছে না। এলাকার এক প্রবীণ ব্যক্তি জানান, নিকটবর্তী এক জঙ্গলেই রয়েছে একটি অজানা গাছ। আর সেই গাছের ফলের অংশ হাওয়ায় উড়ে আসছে। তার থেকেই চুলকানি হচ্ছে বলে তিনি জানান। 

    চৈত্রের হওয়া বাড়তেই সমস্যাও বাড়তে শুরু করেছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে, চুলকানির ভয়ে অনেকেই এলাকা ছাড়তে শুরু করেছেন। পুরসভার পক্ষ থেকে ওষুধ স্প্রে করলেও এর থেকে নিস্তার পাওয়া যায়নি। ওষুধ শুকিয়ে যেতেই হাওয়া শুরু হলে পুনরায় সমস্যার সম্মুখীন এলাকাবাসীরা।

    এবিষয়ে স্থানীয় বাসিন্দা জ্যোৎস্না আচার্য্য, আখি রায়  জানান, কয়েকদিন ধরেই শুধু চুলকাচ্ছে। প্রাথমিকভাবে চুলকানির উৎস ধরা যায়নি। পরবর্তী সময়ে জঙ্গলে একটি বাঁশঝাড়ে একটি লতানে গাছ দেখা যায় এবং সেই গাছে রয়েছে শুকনো ফল। হাওয়ায় সেই ফলের বাইরের অংশ উড়ে এসে শরীরে লাগলে শুরু হচ্ছে  চুলকানি। অ্যালার্জি ভেবে অনেকে ওষুধও খেয়েছেন।

    দিনের বেলা হাওয়া থাকায় বাড়িতে থাকতে না পেরে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন বলেও জানান। অথচ কাজকর্ম ফেলে রেখে কতদিন বাইরে থাকা যায়! তাই যেকোনো উপায়ে এই সমস্যার সমাধান চাইছেন তাঁরা।
  • Link to this news (আজকাল)