অরূপ বসাক: ঘটে গেল অবাক করা কাণ্ড! সব্বাইকার মনে বিষ্ময়ের অন্ত নেই। কথা হচ্ছে, এক ছাগল ছানাকে ঘিরেই। এক ছোট্ট ছাগলছানার জন্মকে কেন্দ্র করেই হুলুস্থুলুস পড়ে গেল গ্রামে। ছোট্ট ছাগলছানা জন্ম নিল তবে কপালে তার দুটো চোখ। এমনই এক বিরল ঘটনার সাক্ষী থাকল ক্রান্তি ব্লক।
মালবাজার এমন এক জায়গা যেখানে হাতি থেকে বাঘ, এমনকী সাপেরও দেখা মেলে খুব সহজে। সেখানকার মানুষ রীতিমতো তটস্থ থাকে দিন-রাত। কখন কী হয়, সে চিন্তাতেই প্রহর কাটে মালবাজারের মানুষদের। দুদিন আগেই খবর মিলেছিল হাতির তাণ্ডবে স্কুলের রান্নাঘর ভেঙে চুরমার। এইসবের মাঝেই খবর মিলল এক বিরল ছাগল ছানার। যেন মনে হচ্ছে, সত্যিই এবার হতে পারে উলাটপুরান। বদলে যেতে পারে সকল কিছুই। বাবা ভাঙার ভবিষ্যত বানী হয়েও যেতে পারে সত্যি এটা কি তারই পুর্বাভাস!
অত্যন্ত অবাক করা দৃশ্য, আনার এটি এক আজব এবং বিরল ঘটনাও বটে। এক ছোট্ট ছাগলছানার জন্ম নিল কপালে দুটো চোখ নিয়ে, শুধু কী তাই! তার জিভটাও অনেকটা লম্বা। এমনই এক বিরল চেহারা নিয়ে জন্ম নিল ছাগল ছানা। আর সেই বিরল ঘটনার কথা শুনে গ্রামবাসীরা রীতিমতো সেখানে ছুটছেন সেই ছাগল ছানাকে দেখতে। ঘটনা প্রসঙ্গে জানা যায় মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকে পূর্বধলাবাড়ির বাসিন্দা ফুজলুল হকের ছাগল বাচ্চা দিয়েছে তবে সে বাচ্চাটি একেবারেই ভিন্নরকম দেখতে ঠিক যেন মানুষের মতো দেখতে তার মুখ। এরকম ছাগলছানার জন্ম নেওয়ার ঘটনার কথা জানাজানি হতেই প্রচুর মানুষের ভিড় জমে যায় তার বাড়িতে। প্রত্যক্ষদর্শী মফিজুল আলম বলেছেন, এর আগে কোনদিন আমরা আমাদের গ্রামে এরকম ঘটনা দেখিনি এবার এই প্রথমবার দেখছি যে ছাগলছানাটির কপালে দুটো চোখ রয়েছে এখনো ছাগলছানাটি জীবিত রয়েছে তাই আমরা তাকে দুধ খাওয়াচ্ছি যেন বেঁচে থাকে।