• ভারতের সঙ্গে নাড়ির যোগ, সুনীতা উইলিয়ামসকে দেশের এই সম্মান দেওয়ার দাবি মমতার
    ২৪ ঘন্টা | ১৯ মার্চ ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র ৮ দিনের জন্য় মহাকাশে গিয়েছিলেন। কিন্তু ফেরার পথে বাধা হয়ে দাঁড়ায় যান্ত্রিক ত্রুটি। সেইসব বাধা কাটিয়ে ২৮৬ দিন পর মহাকাশ থেকে সুনীতা উইলিয়ামসকে ফিরিয়ে এনেছে নাসা ও ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স। আজ ভোরে সুনীতাদের মহাকাশ যান স্যফট ল্যান্ড করে ফ্লোরিডার অদূরে আটলান্টিকে। হাঁফ ছেড়ে বেঁচেছে গোটা বিশ্ব। ভারতের গুজরাটের মেহসেনায় আদি বাড়ি সুনীতাদের। ভারতের মেয়ের সাফল্যে এবার সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    মুখ্য়মন্ত্রী আজ বলেন, সুনীতা উইলিয়ামস ও তার বন্ধুদের শুভেচ্ছা জানাই। আট দিনে যাদের ফেরার কথা তারা ৯ মাস পর ফিরে এল। ধৈর্য ও শারীরিক সক্ষমতা ওদের প্রচুর। তাদের ফেরানোর ব্যাপারে সাহায্যকারী সব সংস্থা ও দেশকে অভিনন্দন। মহাকাশযান যখন উপরে গিয়েছিল, শুনেছি তখন একটা সমস্যা হয়েছিল। সেই জন্যেই আটকে গিয়েছিল শুনেছি। সেই মহাকাশযানে ফিরে এলে কল্পনা চাওলার মত অবস্থা হত বলে শুনেছি। বিশেষ যান নিয়ে রেসকিউ করা হয়েছে। তাদের অভিবাদন জানায় এই বিধানসভা। তারা যেন শারীরিক ভাবে সুস্থ থাকে। মহাসম্মান জানাচ্ছি। সুনীতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়া হোক।

    অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় মুখ্য়মন্ত্রী লেখেন, অনেক দিন পর সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। আমাদের ভারতের মেয়ে ফিরে এসেছে। আমরা বুচ উইলিয়ামের জন্য গর্বিত। ওদের সাহস, ওদের সাফল্য আর ওদের জয়ের জন্য ধন্যবাদ।

    উল্লেখ্য়, টানা ২৮৬ দিন পুর পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। বুধবার ভোরে সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোরদের নিয়ে আটলান্টিকে সফ্যটল্যাল্ড করল স্পেস এক্স ড্রাগন স্পেসক্রাফট। সমুদ্রে নামার পর মহাকাশকারীদের ক্যাপসুল থেকে বের করে আনেন উদ্ধারকারীদল। আপাতত শরীরের তেমন জোর নেই সুনীতাদের। তাই তাদের অত্যন্ত যত্ন করে বের করে আনা হয়। এরপর পাঠিয়ে দেওয়া হয় রিহ্যাবে।

    সুনীতাদের ফেরার জন্য অধীর অপেক্ষায় ছিল তার গুজরাট সুনীতির পৈত্রিক গ্রাম। তাঁর মঙ্গল কামনায় শুরু হয়েছিল যজ্ঞ। সুনীতাদের মহাকাশ যান আটলান্টিক ছুঁতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে গুজরাটের মেহসনায় তাঁর ঝুলসান গ্রামের মানুষজন।  সুনীতার বাবা দীপক পান্ড্য ছিলেন স্নায়ুবিজ্ঞানী। ১৯৫৭ সালে ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যান তিনি। প্রায় সাত হাজার জনসংখ্যা ওই গ্রামের। সুনীতা তিনবার ঘুরে গিয়েছেন তাঁর দেশের বাড়ি।

    আটল্যান্টিকে নামার আগে সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার কিলোমিটার উপরে মহাকাশ যানের প্যারাস্যুট খুলে যায় এবং খুব ধীরে ধীরে যানটিকে সুমদ্রবক্ষে নামিয়ে আনে ভারতীয় সময় বুধবার ভোর ৩টে ২৭ মিনিটে। টানা ২৮৬ দিনে সুনীতারা পৃথিবীকে প্রদক্ষিণ করেছেন ৪৫৭৭ বার। পাড়ি দিয়েছেন ১৯৫২ লাখ কিলোমিটার। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে টানা ১৭ ঘণ্টার যাত্রাপথে প্রতি মুহূর্তে নজর রাখছিলেন নাসা ও ইলন মাস্কের স্পেস এক্সের বিজ্ঞানীরা।

  • Link to this news (২৪ ঘন্টা)