সংকটে রাজ্য়ের উচ্চশিক্ষা! NAAC-এর হিসেব তুলে ধরে বোমা ফাটালেন সুকান্ত
হিন্দুস্তান টাইমস | ১৯ মার্চ ২০২৫
রাজ্যের শিক্ষার বেহাল দশার কথা উল্লেখ করলেন কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাংসার বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সেই সংক্রান্ত নথিও হাজির করেছেন তিনি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, রাজ্যের উচ্চশিক্ষা সংকটে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের আমলে। রাজ্যের ১০০০ এর বেশি কলেজ ও ৩৮ বিশ্ববিদ্যালয়ে NAAC অ্যাক্রিডেশন নেই। সরকারের একটা বড় ব্যর্থতা।
তিনি লিখেছেন 'কেন্দ্রীয় সহায়তা সত্ত্বেও কেন তৃণমূলের সরকার ব্যর্থ?
তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গে ১৫১৪টি কলেজ ও ৫৮টি বিশ্ববিদ্যালয় রয়েছে। তার মধ্য়ে মাত্র ৫১৪টি কলেজে ও ২০টি বিশ্ববিদ্যালয়ে NAAC অ্যাক্রিডিটেশন রয়েছে। ১ হাজারের বেশি কলেজ ও ৩৮টি বিশ্ববিদ্যালয় ন্যাক অনুমোদনবিহীন।
এর জেরে পড়াশোনার মান, ফান্ডিং, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন উঠছে।'
'NAAC Accreditation কেন গুরুত্বপূর্ণ?
পড়াশোনার উৎকর্ষসাধনের জন্য।
ফান্ডের নিশ্চয়তার জন্য
পড়ুয়াদের সুযোগ ও প্লেসমেন্টের জন্য
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক একাধিক উদ্যোগ নিয়েছে
সরকারি কলেজ ন্য়াক ফিজ মকুব করা হয়েছে
অ্য়াকিডিটেড হওয়ার জন্য কর্মশালার আয়োজন করা হয়েছে। শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য একটা উচ্চ পর্যায়ের সংস্কার কমিটি তৈরি করা।
কেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার কেন এই কাজে ব্যর্থ?
রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎকে নষ্ট করছে তৃণমূল সরকারের উদাসীনতা।
পড়ুয়াদের উচ্চ মানের শিক্ষা, ভালো পরিকাঠামো, বিশ্বমানের সুযোগ পাওয়ার দরকার রয়েছে। আমরা চাই এনিয়ে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা হোক।'
কার্যত উচ্চশিক্ষার ক্ষেত্রে রাজ্যের নানা সমস্য়ার কথা উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার। সেই সঙ্গেই রাজ্যসভায় বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য রাজ্যের কতগুলি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ন্যাক অ্যাক্রিডিটেশন রয়েছে তা নিয়ে প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেটাও এক্স হ্যান্ডেলে তুলে ধরেছেন তিনি।