হিন্দুদের বঞ্চিত করতেই আবার ওবিসি তালিকা তৈরির খেলা শুরু করেছে রাজ্য: শুভেন্দু
হিন্দুস্তান টাইমস | ১৯ মার্চ ২০২৫
হিন্দু ওবিসিদের বঞ্চিত করতেই নতুন করে ওবিসি তালিকা তৈরির নামে খেলা শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বুধবার বিধানসভার বাইরে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, রাজ্য সরকার নতুন ওবিসি তালিকা তৈরির পর নিয়োগ শুরু করলে তৃণমূল জমানায় আর কোনও নিয়োগ হবে না।
পড়তে থাকুন - ‘২০০৯ সালে কেন তাঁর সাথে আর কাউকে বাঙালি কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী হতে দেননি মমতা?’
গত বছর এক রায়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ ২০১০ সালের পর থেকে রাজ্যে জারি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা করে। আদালত জানায় নিয়ম মেনে দেওয়া হয়নি ওই সার্টিফিকেট। কোনও সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করতে গেলে ব্যকওয়ার্ড ক্লাস কমিশনের ছাড়পত্র লাগে। সেসবের পরোয়া না করেই ৬০টির বেশি সম্প্রদায়কে ওবিসি শ্রেণিভুক্ত করেছে রাজ্য সরকার। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেও স্থগিতাদেশ পায়নি রাজ্য। মঙ্গলবার এই মামলায় রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টের বিচারপতি গভইয়ের বেঞ্চে জানান, রাজ্যে নতুন করে সমীক্ষা করে ওবিসি তালিকা তৈরির প্রস্তাব দিয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন। সেজন্য মাস তিনেক সময় প্রয়োজন। আদালত সেই সময় মঞ্জুর করুক। রাজ্যের আইনজীবীর আবেদনে তালিকা তৈরির জন্য ৩ মাস সময় দিয়েছে আদালত। জুলাইয়ে হবে সেই মামলার পরবর্তী শুনানি।
এদিন রাজ্যের নতুন OBC তালিকা তৈরির সিদ্ধান্তের সমালোচনা করে বিরোধী দলনেতা বলেন, ‘স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সহ সমস্ত শূন্যপদের তালিকা প্রকাশ করে নিয়োগের জটিলতা কাটাক রাজ্য সরকার। নতুন ওবিসি তালিকা তৈরির জন্য আরও তিন মাস সময় চেয়েছে রাজ্য। সুপ্রিম কোর্ট সেই আবেদন মঞ্জুর করেছে। অর্থাৎ এই আমলে আর একটিও নিয়োগ হবে না। শুধুমাত্র ভোটব্যাঙ্কের জন্য প্রকৃত ওবিসিদের, মূলত হিন্দু ওবিসিদের বঞ্চিত করে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করায় বাংলার ২ কোটিরও বেশি বেকার যুবক যুবতীর সর্বনাশ ঘটানো হয়েছে।’
বলে রাখি, ওবিসি বি সংরক্ষণের আগে রাজ্যে ওবিসি এ সংরক্ষণের হার ছিল ৭ শতাংশ। ওবিসি বি সংরক্ষণের ফলে তা বেড়ে হয় ১৭ শতাংশ। বর্তমানে শুধুমাত্র ওবিসি এ সংরক্ষণের ভিত্তিতে নিয়োগে আদালেতর কোনও নিষেধাজ্ঞা নেই। বাম জমানার শেষ দিকে ওবিসি বি সংরক্ষণ চালু করে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার। মূলত মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন জাতিকে তাতে অন্তর্ভুক্ত করা হয়। এর পর ক্ষমতায় এসে আরও মুসলিম জাতিকে ওবিসি বি সংরক্ষণের আওতাভুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।