• ‘‌ওবিসি সমস্যা মিটে গেলে ২–৩ লক্ষ নিয়োগ হবে’‌, বিরোধীদের বার্তা দিলেন মমতা
    হিন্দুস্তান টাইমস | ১৯ মার্চ ২০২৫
  • ওবিসি শংসাপত্র নিয়ে অভিযোগ তুলে মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে। যা নিয়ে গতকাল নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সেখানে তিন মাসের সময়সীমা দেওয়া হয়েছে। আর নতুন করে সবটা জানাতে বলা হয়েছে। আর তাতেই জট কেটে যেতে পারে বলে মনে করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সমস্যা মিটে গেলেই রাজ্যে ২–৩ লক্ষ কর্মসংস্থান হবে বলে আজ,বুধবার বিধানসভায় দাঁড়িয়ে দ্ব্যর্থহীন ভাষায় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    এদিকে মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষে আইনজীবী কপিল সিব্বল জানান, অন্যান্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণের বিষয়ে নতুন করে সমীক্ষা করছে রাজ্য সরকার। সেই সমীক্ষা করে রিপোর্ট পেশ করা হবে। কারা ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্য সেটা আবার নতুন করে যাচাই করা হচ্ছে। ওবিসি মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়। সেই আবেদন সুপ্রিম কোর্ট মঞ্জুর করেছে। সুতরাং তিন মাস সময় পেয়ে গেল রাজ্য সরকার। এই বিষয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে স্বাগত জানিয়েছেন।


    আজ, বুধবার বিধানসভা অধিবেশনে হাজির হন মুখ্যমন্ত্রী। আগামীকালও উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। তারপর লন্ডনে যাবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে। আর যাওয়ার আগে আজ বিধানসভাতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সুপ্রিম কোর্ট ওবিসি নিয়ে গতকাল একটি পর্যবেক্ষণ দিয়েছে। কিছু খারাপ বলেনি। এই সমস্যা মিটে গেলে শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ মিলিয়ে প্রায় ২–৩ লক্ষ নিয়োগ হবে। আমার সঙ্গে শত্রুতা করে নিয়োগ আটকাবেন না।’ বিরোধীদের উদ্দেশে এই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে বেশ চাপে বিরোধীরা।

    ফুরফুরা শরিফে যেদিন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন সেদিনও ইফতারের মঞ্চ থেকে ওবিসি নিয়ে মন্তব্য করেছিলেন। এই বিষয়ে মামলা করে নিয়োগ আটকে রাখার অভিযোগ তুলেছিলেন তিনি বিরোধীদের বিরুদ্ধে। আজ বুধবার বিধানসভা অধিবেশনে হাজির হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে বক্তব্য, ‘সুপ্রিম কোর্ট ওবিসি নিয়ে গতকাল একটি পর্যবেক্ষণ দিয়েছে। কিছু খারাপ বলেনি। এই সমস্যা মিটে গেলে শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ মিলিয়ে প্রায় ২–৩ লক্ষ নিয়োগ হবে।’ আর বিরোধী বিধায়কদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘‌আমার সঙ্গে শত্রুতা করে নিয়োগ আটকাবেন না। নিয়োগ আটকানোর খেলা খেলবেন না! মানুষ তৈরি হচ্ছে যোগ্য জবাব দেওয়ার জন্য।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)