• মমতার সফরসঙ্গী হতে ৫ লক্ষ টাকা জমা দিয়ে ৭ দিনের জন্য পাসপোর্ট ফেরত পেলেন কুণাল
    হিন্দুস্তান টাইমস | ১৯ মার্চ ২০২৫
  • তাঁর বাক্যবাণে রোজই বিদ্ধ হন বিরোধী দলের নেতারা। এমনকী নিজের দলের নেতাকর্মীদেরও বাদ দেন না তিনি। তৃণমূলের সেই মুখপাত্র কুণাল ঘোষকে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হতে জামানত দিতে হবে হাইকোর্টকে। কারণ সারদা চিটফান্ড মামলায় জামিনে মুক্ত কুণালের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে। পাসপোর্ট ফেরত পেতে তাঁকে আদালতে ৫ লক্ষ টাকা জমা রাখতে হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।


    পড়তে থাকুন - ‘২০০৯ সালে কেন তাঁর সাথে আর কাউকে বাঙালি কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী হতে দেননি মমতা?’


    আগামী ২১ মার্চ লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরসঙ্গী হতে চান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কিন্তু সারদা চিটফান্ড মামলায় জামিনে মুক্ত কুণাল ঘোষের পাসপোর্ট জমা রয়েছে আদালতে। সেই পাসপোর্ট ফেরত চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন কুণাল। বুধবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি স্মিতা দাসের সেই আবেদনের শুনানিতে আদালত প্রশ্ন করে, উনি যে বিদেশ যাবেন, ওনার আয়ের উৎস কী?

    জবাবে কুণালের আইনজীবী বলেন, একটি সংবাদপত্রের প্রতিনিধি হিসাবে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হতে চান কুণাল। তখন সেই সংবাদপত্রের সম্পাদকের সই করা নথি দেখতে চান বিচারপতিরা। সেই নথি আদালতের সামনে পেশ করা হলে আদালত জানায় ৫ লক্ষ টাকা জামানত দিয়ে পাসপোর্ট ফেরত পাবেন কুণাল। ২১ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত দেশের বাইরে থাকতে পারবেন তিনি। ৩০ মার্চ তাঁকে আদালতের কাছে পাসপোর্ট ফেরত দিয়ে জামানতের টাকা ফেরত নিতে হবে।

    বলে রাখি, সারদা চিটফান্ড দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রথম ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন কুণাল। সারদা মিডিয়ার গ্রুপ সিইও ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে সারদায় বিনিয়োগকারীদের টাকা তছরূপের অভিযোগ ওঠে। পরে সেই টাকা ইডির কাছে ফেরত দিয়ে কয়েকটি অভিযোগ থেকে মুক্তি পান তিনি। তবে কুণালের পাসপোর্ট এখনও জমা রয়েছে হাইকোর্টে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)