• ‘‌আমাদের মেয়ে ফিরে এসেছে’‌, সুনীতাকে নিয়ে এক্স হ্যান্ডেলে বার্তা মুখ্যমন্ত্রীর
    হিন্দুস্তান টাইমস | ১৯ মার্চ ২০২৫
  • কেটে গিয়েছে ন’মাস। তারপর তিনি এলেন ধরণীতে। দীর্ঘ অপেক্ষার পর ইতিহাস গড়ে ফেললেন। মহাকাশ থেকে বুধবার ধরণীতে পা রেখেছেন নাসার দুই নভোচর সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। তাঁদের এই প্রত্যাবর্তনে এখন আনন্দের ঘনঘটা দেশজুড়ে।। তার উপর সুনীতা উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় তাঁকে ঘিরে উচ্ছ্বাস চরমে উঠেছে। সেই ‘ভারতকন্যা’র মহান কীর্তিতে আনন্দিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজ, বুধবার সকালে এক্স হ্যান্ডলে পোস্ট করে নভোচরদের অভিনন্দন জানিয়েছেন। এমনকী স্পেস স্টেশনে সুনীতাদের উদ্ধার করতে যাওয়া দলকেও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

    এদিকে সুনীতা উইলিয়ামস–সহ বাকি মহাকাশচারীর প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তো বাংলার মুখ্যমন্ত্রী আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ‘‌আমাদের মেয়ে ফিরে এসেছে। ভারতের কন্যার ফিরে আসায় আমরা ভীষণ ভীষণ উচ্ছ্বসিত। তাঁদের সাহসকে কুর্নিশ। যাঁরা তাঁদের সুরক্ষিতভাবে পৃথিবীতে ফিরিয়ে আনলেন তাঁদেরও ধন্যবাদ।’‌ বুধবারই সুনীতা উইলিয়ামসের ফেরা নিয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিনন্দন প্রস্তাব আনার পক্ষে সওয়াল করেছে বিজেপি। বিজেপির পরিষদীয় নেতা শঙ্কর ঘোষ এই আর্জি করেন স্পিকারের কাছে।

    অন্যদিকে আজ ১৯ মার্চ পৃথিবীতে ফেরানো হবে সুনীতা, বুচদের বলে আগে থেকে জানানো হয়েছিল। তাই মঙ্গলবার, ১৮ মার্চ সকালে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে যাত্রা শুরু হয় এলন মাস্কের সংস্থার মহাকাশযান ফ্যালকন নাইন রকেটের। নিখুঁত সময় অনুযায়ী ফ্লোরিডা উপকূলে তাঁদের প্যারাশুট নেমেছে। ভারতের তখন রাত। ঘড়িতে তখন ৩টে ২৭। সুনীতা উইলিয়মস, বুচ উইলমোরকে নিয়ে যাওয়া হয় কেনেডি স্পেস সেন্টারে। দীর্ঘ মহাকাশযাত্রা করে তাঁরা ক্লান্ত। তাই তখন দুই নভোচরের মুখে জয়ের তৃপ্ত হাসি দেখা যায়। একটা সময় সুনীতা উইলিয়ামসদের পৃথিবীতে ফেরা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। তবে অপেক্ষার অবসান ঘটে ২৮৬ দিন পর। ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করেছে স্পেস এক্স–এর মহাকাশযান।


    এছাড়া এখনই বাড়ি ফিরছেন না তাঁরা। দীর্ঘদিন মহাকাশে থাকার কারণে শারীরিক নানা জটিলতা হয় মহাকাশচারীদের। সুনীতারা এতদিন মহাকাশে থাকার কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবেন না তাঁরা। মহাকাশ থেকে নতুন রোগ নিয়ে আশার আশঙ্কাও থাকে। তাই থাকতে হবে কোয়ারেন্টিনে। তাই তো বাংলার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‌তাঁদের সাহস, মনোবল মানব জাতির গর্ব অনেকটা বাড়িয়ে দিয়েছে। বিশেষত দেশের মেয়ে সুনীতার কীর্তি অসামান্য। তাঁরা অবশেষে যে পৃথিবীতে সফলভাবে ফিরেছেন, তার জন্য শুভেচ্ছা। যারা নাসার নভোচরদের উদ্ধার করতে মহাশূন্যে পাড়ি দিয়েছিল, তাঁদেরও আন্তরিক ধন্যবাদ।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)