কসবা এলাকায় ভুয়ো কল সেন্টারে অভিযান, পুলিশের হাতে গ্রেপ্তার ছয় জন, উদ্ধার বিপুল সামগ্রী...
আজকাল | ২০ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগ গ্রেপ্তার ছয় জন। মঙ্গলবার গভীর রাতে কসবা থানা এলাকায় একটি বাড়িতে কলকাতা পুলিশের সাইবার শাখা এবং গোয়েন্দা বিভাগ যৌথ অভিযান চালিয়ে এই ছয় জনকে গ্রেপ্তার করে। ধৃতদের বুধবার আদালতে পেশ করা হবে।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে কসবা থানার অন্তর্গত এন ডি বি রোডের একটি বহুতলের একটি অফিসে হানা দেন কলকাতা পুলিশের সাইবার শাখা এবং গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। অফিসটিতে একটি আন্তর্জাতিক ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগ ছিল। ধৃতেরা হলেন, শুভম জয়সওয়াল, শানওয়াজ আহমেদ ওরফে সাদ, জুবায়ের আলম, সৌমেন প্রধান ওরফে বাবাই, রাজা শা এবং শ্রীকান্ত মুনাস্বামী। সকলেই বেনিয়াপুকুর এলাকার বাসিন্দা। অফিসটি থেকে পাঁচটি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন, চারটি পেনড্রাইভ, একটি রাউটার, তিনটি হেডসেট এবং কিছু সন্দেহজনক নথি উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ৩১৯(২), ৩১৮(৪), ৩৩৬(২), ৩৩৬(৩), ৩৩৮, ৩৪০(২) ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৬, ৬৬সি, ৬৬ডি, ৮৪বি, ৪৩ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের বুধবার আদালতে পেশ করা হবে। পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।