• ই-অ্যাথলিড লঞ্চ করলো 'মহাগুরু কা মাস্টারক্লাস' - এনসিএ অনুমোদিত ক্রিকেট কোচিং টিউটোরিয়াল...
    আজকাল | ২০ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ই-অ্যাথলিড, শ্রাচী স্পোর্টস-এর একটি সহায়ক সংস্থা, আজ 'মহাগুরু কা মাস্টারক্লাস' নামে একটি অত্যাধুনিক ডিজিটাল ক্রিকেট কোচিং সিরিজের ব্যবস্থা করেছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-এর নির্দেশনায় এবং প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার সন্দীপ পাটিল-এর তত্ত্বাবধানে তৈরি এই কোচিং সিরিজটি লঞ্চ হয় শ্রাচী হেড অফিসে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে।

    এই কোচিং সিরিজের মাধ্যমে উদীয়মান ক্রিকেট কোচ এবং খেলোয়াড়দের জন্য এনসিএ অনুমোদিত উচ্চ মানের প্রশিক্ষণ সহজলভ্য করার চেষ্টা করা হয়েছে। এতে মোট ২৩টি এপিসোড রয়েছে, যার মধ্যে ব্যাটিং, উইকেটকিপিং, বোলিং, এবং ফিল্ডিং-এর ওপর বিভিন্ন মডিউল অন্তর্ভুক্ত রয়েছে। কোচ হিসেবে আছেন সন্দীপ পাটিল, দিনেশ নানাভাটি এবং গৌতম শোমের মতো প্রাক্তন তারকা ক্রিকেটার এবং প্রশিক্ষকরা।

    প্রোগ্রামের মূল্য ধার্য করা হয়েছে ৪,৯৯৯ টাকা। সন্দীপ পাটিল মন্তব্য করেন, “ভারতে ক্রিকেট শুধুমাত্র খেলা নয়, আবেগ। কিন্তু প্রাতিষ্ঠানিক কোচিং-এর অভাব রয়েছে। 'মহাগুরু কা মাস্টারক্লাস' সেই শূন্যস্থান পূরণে বড় ভূমিকা পালন করবে।”
  • Link to this news (আজকাল)