• পর্ণশ্রীর মন্দির থেকে চুরি যাওয়া হাজার হাজার টাকার প্রণামীর কয়েন উদ্ধার হাওড়ায়, ধৃত এক
    আনন্দবাজার | ১৯ মার্চ ২০২৫
  • মাসখানেক আগে পর্ণশ্রী থানা এলাকার এক মন্দির থেকে উধাও হয়ে গিয়েছিল লক্ষাধিক টাকার সোনার গহনা এবং প্রণামীর টাকা। ওই ঘটনার তদন্তে নেমে হাওড়ার বাসিন্দা এক যুবককে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এ বার ধৃতেরই বাড়ি থেকে উদ্ধার হল প্রণামীর চুরি যাওয়া ৭৪ হাজার টাকার কয়েন।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মাসের শেষে বেহালার পর্ণশ্রী থানা এলাকার মহেন্দ্র ব্যানার্জি রোডের উপর একটি কালীমন্দিরে চুরি হয়। মন্দিরের গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে কয়েক লক্ষ টাকা মূল্যের সোনার অলঙ্কার লুট করে পালান এক দুষ্কৃতী। ওই মামলায় আগেই সমীর হালদার ওরফে জোজো নামে হাওড়ার বাসিন্দা এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। উদ্ধার হয়েছিল চুরি যাওয়া সোনার গহনাও। এ বার সেই জোজোর বাড়ি থেকেই উদ্ধার হল প্রণামীর চুরি যাওয়া টাকা! জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে জোজোর হাওড়ার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল তদন্তকারীদের একটি দল। সেখানেই কয়েন এবং নোট মিলিয়ে মোট ৭৪,৮৬৭ টাকা উদ্ধার হয়েছে।

    গত ২৩ ফেব্রুয়ারি বেহালার পর্ণশ্রী থানা এলাকার মহেন্দ্র ব্যানার্জি রোডের উপর একটি কালীমন্দিরে চুরি হয়। মন্দিরের গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে কয়েক লক্ষ টাকা মূল্যের সোনার অলঙ্কার লুট করে পালান এক দুষ্কৃতী। মন্দির কমিটির পক্ষ থেকে অভিযোগ দায়ের হয় পর্ণশ্রী থানায়। ওই ঘটনার তদন্তে নেমে অন্তত ১০০টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। শেষমেশ হাওড়ার বালটিকুরি থেকে জোজোকে গ্রেফতার করে পুলিশ। জগাছার রামরাজাতলা এলাকা থেকে ধরা পড়েন তাঁর সঙ্গী ভগবৎ মাইতিও। জেরায় জানা যায়, চুরির পর ভগবতের কাছেই কালী প্রতিমার সোনার মুকুট-সহ যাবতীয় অলঙ্কার লুকিয়ে রেখেছিলেন জোজো। ভগবতের কাছ থেকে উদ্ধার হয় সমস্ত গহনাও, যার বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা!
  • Link to this news (আনন্দবাজার)