• বিভ্রান্তি কাটাতে কাজের দায়িত্ব ভাগ করে দিল নগরোন্নয়ন দপ্তর
    দৈনিক স্টেটসম্যান | ২০ মার্চ ২০২৫
  • কে কোথায় কাজ করবে, কার কী দায়িত্ব, তা এবার ভাগ করে দিল রাজ্যের নগরোন্নয়ন দপ্তর। পানীয় জল সরবরাহ, নিকাশি প্রকল্প-সহ পরিকাঠামোগত সমস্ত কাজের ক্ষেত্রেই এই দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এব্যাপারে রাজ্য নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তর দুই সংস্থার মধ্যে নির্দিষ্ট ভাবে ভাগ করে দিয়েছে। কলকাতা মেট্রোপলিটন এরিয়া (কেএমএ) ও রাজ্যের বাকি অংশে সংশ্লিষ্ট প্রকল্পগুলি রূপায়ণের ক্ষেত্রে এই দায়িত্ব বন্টন করা হয়েছে। কোন সংস্থার কাজের পরিধি কতটা, তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    প্রশাসন সূত্রে খবর, পুরসভাগুলির বিভিন্ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে দেখা যাচ্ছিল, কেএমডিএ না এমইডি, কে কোনটা রূপায়ণ করবে, তা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। ৪০টি পুর এলাকার প্রকল্প রূপায়ণের দায়িত্ব দেওয়া হয়েছে কেএমডিএ-কে। এর মধ্যে কলকাতা পুর এলাকা, হুগলি, হাওড়া জেলার অধীনস্থ পুরসভা যেমন রয়েছে, তেমনই নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পুরসভাও রয়েছে। আবার রাজ্যের ৮৮টি পুর এলাকার প্রকল্প রূপায়ণের দায়িত্ব দেওয়া হয়েছে এমইডি-কে। এর মধ্যে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি যেমন রয়েছে, তেমনই মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানও রয়েছে।

    এদিকে কেএমএ-র অধীন ও কেএমএ-র অধীনে নেই, এমন এলাকায় ক্ষেত্রবিশেষে ও পুরসভা, পুরনিগমগুলির প্রয়োজনের ভিত্তিতে বিভিন্ন প্রকল্প রূপায়ণের দায়িত্বে মূলত একটি সংস্থা এবং একটি ডিরেক্টরেট থাকে। রাজ্য নগরোন্নয়ন ও পুর দপ্তরের অধীনস্থ এই সংস্থা হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ডিরেক্টরেটটি হল মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট (এমইডি)। এমইডি পুর এলাকার অধীনস্থ প্রকল্পগুলিতে প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে। আবার অম্রুত, গ্রিন সিটি মিশন, এনইউএলএম-সহ বিভিন্ন প্রকল্পেও সহায়তা করে এমইডি।

    রাজ্য নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তর জানিয়েছে, পানীয় জল সরবরাহ প্রকল্প, নিকাশি প্রকল্প, ফিক্যাল স্লাজ পরিশোধন প্লান্ট-সহ পরিকাঠামোগত বিভিন্ন প্রকল্পে কারা কাজ করবে, তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। সেই সংশয় কাটাতেই একবারে তালিকা করে দেওয়া হয়েছে। স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে কোন সংস্থা কোন এলাকায় কাজ করবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)