জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একদিকে তৃণমূলের মিছিল। অন্যদিকে বিজেপির মিছিল। 'জয় বাংলা' স্লোগানের পালটা 'জয় শ্রীরাম' স্লোগান। স্লোগানে-চিৎকারে উত্তপ্ত হয়ে উঠল রাস্তা। দুই শিবিরের দুই মিছিলে ধুন্ধুমার বারুইপুরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুংকার দিলেন ‘আজ যা করলেন, তার হিসেব হবে।’ একইসঙ্গে ফের দাবি জানালেন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারিরও।
বারুইপুরে ১০০ মিটারের মধ্যে একই সময়ে বিজেপি ও তৃণমূলের মিছিল। একই জায়গায় কীভাবে একইসঙ্গে দুই দলকে কর্মসূচির অনুমতি দেওয়া হল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। শুভেন্দু অধিকারীর গাড়িতে লাঠি দিয়ে মারা হয়েছে বলে অভিয়োগ। এরপর শুভেন্দু অধিকারী পালটা পুলিসকে হুঁশিয়ারি দেন বলেও অভিযোগ।
বিধানসভার অধিবেশনে বিরোধীদের কথা বলতে দেওয়া হয়নি। এই অভিযোগেই এদিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়ের কেন্দ্রে মিছিলের ডাক দেন শুভেন্দু। রাসমেলার মাঠ থেকে এসপি অফিসের দিকে মিছিল এগোনোর সময় বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির মিছিলের অদূরেই চলছিল তৃণমূলের মহিলা মোর্চার মিছিল। এরপরই তৃণমূলের ‘জয় বাংলা’ ও বিজেপির পালটা ‘জয় শ্রীরাম’ স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি আটকে কালো পতাকা দেখানো হয়। এরপরই শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দেন, "আজ যা করলেন, তার হিসেব হবে।" ইতিমধ্যেই আগামী ২৭ মার্চ এসপি অফিস ঘেরাও করার ডাক দিয়েছেন শুভেন্দু।