ভবানন্দ সিংহ: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হঠাৎ দেখা দিল ভয়াবহ টর্নেডো। বিকট শব্দে ঘূর্ণায়মান এই টর্নেডোর ভিডিয়োটিও কেউ দূর থেকে তুলে ফেলতে সক্ষম হন। এবং সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট হওয়া মাত্রেই মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়।
ঠিক কোথায় হয়েছে টর্নেডোটি?
বিশ্ববিদ্যালয়ের বাংলা, অঙ্ক বিভাগ এবং হোস্টেল-সংলগ্ন মাঠে বিশালাকার এই টর্নেডোটি আছড়ে পড়ে ও আতঙ্ক ছড়ায়। টর্নেডোটি ক্যাম্পাসের মাঠে প্রায় কয়েক মিনিট ধরে ঘূর্ণায়মান অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। তবে ক্যাম্পাসে সে সময়ে পরীক্ষা চলায় বেশিরভাগ পড়ুয়াই ছিলেন ক্লাসরুমে। সে কারণে কোনো প্রাণহানি তো হয়ইনি, ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা।
টর্নেডোটি নিয়ে কী প্রতিক্রিয়া?
এদিকে আচমকা শহরের বুকে খোদ বিশ্ববিদ্যালয়ের মাঠে টর্নেডো আছড়ে পড়তে দেখে আতঙ্কিত হয়ে পড়েন ক্যাম্পাসের কর্মচারীরা এবং আশেপাশের বাসিন্দারাও। অনেকেই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে মোবাইল ফোনে টর্নেডোর ছবি ও ভিডিয়ো তুলতে থাকেন, যা পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও অধ্যাপকরা সতর্ক করেছেন, টর্নেডোর মতো প্রাকৃতিক দুর্যোগের সময় ছবি বা ভিডিয়ো তোলাও বিপজ্জনক হতে পারে। তাঁদের পরামর্শ, টর্নেডো দেখলে তা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সম্ভব হলে কোনও নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া জরুরি।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা জানান, টর্নেডোর সময়ে ক্যাম্পাসে পরীক্ষা চলায় বেশিরভাগ ছাত্রছাত্রী ক্লাসরুমে ছিলেন। এটা তাঁদের সৌভাগ্যই বলা যায়। যদি তাঁদের কেউ মাঠে থাকতেন, তাহলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত। শুধু তাই নয়, প্রাকৃতিক দুর্যোগের সময় সতর্কতা অবলম্বন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলার আহ্বানও জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।