জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একের পর এক দোকান বন্ধ হয়ে যাচ্ছে। বা কোনও পরিবহনের দোকান বদলে যাচ্ছে জামাকাপড়ের দোকানে। অথচ কয়েকদিন আগেও জমজমাট ছিল কলকাতার (Kolkata) মারকুইস স্ট্রিট (Marquis street)। কলকাতা থেকে নিয়মিতভাবে বাংলাদেশে (Bangladesh) যাত্রীবাহী বাস পরিষেবা দিত 'সেন্টমার্টিন পরিবহন'। কিন্তু কলকাতার নিউ মার্কেটের 'সেন্টমার্টিন পরিবহন'এর কাউন্টার এখন কাপড়ের দোকান।
শুধুমাত্র সেন্ট মার্টিন পরিবহন নয়, কলকাতার নিউমার্কেটে বাংলাদেশি পর্যটন না থাকায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে হোটেল, রেস্টুরেন্টও। যাত্রী না পেয়ে সেখানের ‘সেন্টমার্টিন পরিবহন’ কাউন্টারে বিক্রি হচ্ছে মেয়েদের পোশাক। কারণ হিসাবে যদিও বলা হচ্ছে, ভারতীয় ভিসানীতি। নিরাপত্তার কারণ দেখিয়ে ভিসা পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হয় ভারত সরকার।
এমন অবস্থায় ৫ আগষ্টের পরেও প্রথম কয়েক মাস বাংলাদেশি পর্যটকরা কলকাতায় আসলেও দিন যত এগোতে থাকে পর্যটকের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে কমতে থাকে। প্রতিবেদন অনুযায়ী, পরিবহন সংস্থা থেকে পোশাকের দোকানের মালিক হয়ে ওঠা মোহাম্মদ সরোজ খান জানান, 'যাত্রী নেই, বাংলাদেশিরা আসছে না। তাই দোকানও পরিবর্তন করেছি। প্রতিমাসে ১ লাখ ৪০ হাজার টাকা ভাড়া দিতে হয়। বাস যদি না চলে সেখানে পরিবহনের ব্যবসা রেখে লাভ কি? বর্তমানে টুরিস্ট ভিসা নেই, মেডিক্যাল ভিসা নিয়েও খুব কম যাত্রী এপারে আসছেন। ফলে ব্যাবসা বদল করা ছাড়া অন্য কোন উপায় নেই। কারণ পেট তো চালাতে হবে।'