রবিবার করে আপাতত সম্পূর্ণ বন্ধ থাকবে হাওড়া-এসপ্ল্যানেড মেট্রো! মিলবে না কোনও পরিষেবা
আনন্দবাজার | ১৯ মার্চ ২০২৫
কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট করিডরে এ বার থেকে রবিবার করে পরিষেবা বন্ধ থাকবে। হাওড়া ময়দান-এসপ্ল্যানেড এবং শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ লাইনে পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত রবিবারে কোনও মেট্রো চলবে না। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ইস্ট-ওয়েস্ট করিডরে লাইনে রবিবার করে কিছু প্রযুক্তিগত পরীক্ষানিরীক্ষা চলবে। সেই কারণে পরবর্তী নির্দেশিকা জারি না-হওয়া পর্যন্ত ওই লাইনে রবিবার করে মেট্রো পরিষেবা আপাতত বন্ধ থাকবে। তবে দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিকই থাকবে।
কলকাতা মেট্রোর সম্প্রসারণের কাজ চলছে শহরের বিভিন্ন প্রান্তে। তার মধ্যে অন্যতম ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইন। এই লাইনটি সম্পূর্ণ ভাবে চালু হয়ে গেলে হাওড়া ময়দানের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাবে সল্টলেক সেক্টর ফাইভ। বর্তমানে দু’টি ভাগে পরিষেবা চলে এই লাইনে। একটি ভাগে পরিষেবা হাওড়া ময়দান থেকে গঙ্গার নীচ দিয়ে এসপ্ল্যানেড পর্যন্ত চলাচল করে। অন্য ভাগে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চলাচল করে মেট্রো। রবিবার ছুটির দিন হওয়ায় যাত্রীসংখ্যা তুলনামূলক ভাবে কম থাকে। ফলে মেট্রো পরিষেবাও সপ্তাহের অন্য দিনগুলির তুলনায় রবিবার কম থাকে।
এই অবস্থায় রবিবার করে ইস্ট-ওয়েস্ট লাইনে পরিষেবা বন্ধ রেখে প্রযুক্তিগত পরীক্ষানিরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশিকা না-জারি হওয়া পর্যন্ত রবিবার করে ওই লাইনে কোনও মেট্রো পরিষেবা মিলবে না।